ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজাখস্তানে দাঙ্গায় ১৬৪ জন নিহত

প্রকাশিত: ০০:৫৯, ১০ জানুয়ারি ২০২২

কাজাখস্তানে দাঙ্গায় ১৬৪ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ থেকে শুরু হওয়া গত কয়েক দিনের দাঙ্গায় কাজাখস্তানে এখন পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছেন। মধ্য-এশিয়ার বৃহত্তম এই দেশকে নাড়িয়ে দেয়া সহিংসতার ঘটনায় আরও প্রায় ৫ হাজার জনকে আটক করা হয়েছে। খবর এএফপি ও আল-জাজিরার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাণঘাতী সহিংসতার পর প্রাথমিকভাবে ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় বলছে, গত কয়েক দিনের সহিংসতায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা প্রায় ৪০০ যানবাহন ধ্বংস করেছে। রবিবার কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা স্পুটনিক বলছে, সাম্প্রতিক সহিংসতায় দুই শিশুসহ অন্তত ১৬৪ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে দেশটির প্রধান শহর আলমাতিতেই নিহত হয়েছেন ১০৩ জন। দেশটির বৃহত্তম এই শহরে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।
×