ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ভেতর দিয়ে নৌপথ তৈরি করছে ভারত

প্রকাশিত: ০০:৫৮, ১০ জানুয়ারি ২০২২

বাংলাদেশের ভেতর দিয়ে নৌপথ তৈরি করছে ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ পশ্চিমবঙ্গ অঞ্চলের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাকে সংযুক্ত করতে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি শিপিং রুট তৈরির কাজ শুরু করেছে নয়াদিল্লী। শনিবার দেশটির বন্দর, নৌপরিবহন এবং নৌপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল নতুন এই শিপিং রুট তৈরির কথা জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে চলমান নর্থইস্ট ফেস্টিভালে অংশ নিয়ে ‘ব্রহ্মপুত্র রিভার কনক্লেইভে’ বক্তৃতার সময় সর্বানন্দ সনোয়াল বলেন, ব্রহ্মপুত্র এবং বরাক নদীতে জলপথের কাজ শুরু হয়েছে। এই জলপথ তৈরির কাজ শেষ হলে আসাম এবং ভারতের উত্তর-পূর্ব এলাকা থেকে পণ্যবাহী এবং যাত্রীবাহী জাহাজ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ার সঙ্গে সংযুক্ত হবে। তিনি বলেন, যোগাযোগের মাধ্যম হিসেবে জলপথের সংস্কারের পেছনে রয়েছে পরিবহন মাধ্যমের রূপান্তরের চিন্তাধারা।
×