ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০০:০২, ১০ জানুয়ারি ২০২২

ফ্যাশন সংবাদ

কে ক্র্যাফটের নতুন পোশাক নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হলো নতুন আরেকটি বছর। গোটা বিশ্বের মানুষের পাশাপাশি আমাদের দেশের একাত্মতা জানিয়ে, বর্ষবরণ করে নিয়েছে। বছরের শুরু থেকে থাকে নানা উৎসব। এর সঙ্গে চলতে থাকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন। নিজ নিজ চাহিদার পাশাপাশি প্রিয়জনকে উপহার দিতে পোশাকের থাকে বিশেষ চাহিদা। তাই কে ক্র্যাফট নতুন বছরে এনেছে নানা রকম নতুন পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী। টেক্সটাইল টেক্সচার, ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফে তৈরি করা ট্রেন্ডি পোশাক সারিতে থাকছে- সালোয়ার কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কটি, শাল। ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, কটি, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। কিডস কর্নারে থাকছে ছোটমণিদের জন্য সবধরনের পোশাক। এছাড়াও থাকছে অরনামেন্টস্ ও গৃহসজ্জা সামগ্রী। প্রধানত সুতি, তাঁত ও লিনেনের মতো আরামদায়ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে স্ক্রিন প্রিন্ট এবং হাতের কাজ। আবহাওয়া ও পরিবেশ উপযোগী সকল পোশাক পাওয়া যাবে যৌক্তিক মূল্য সীমার মধ্যেই। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনার সকল আউটলেট ছাড়াও অনলাইন শপ শধুশৎধভঃ.পড়স থেকে কিনতে পারেন পোশাকগুলো বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে। ইজির শীত সম্ভার চারদিকে জেঁকে বসেছে শীত। আর এই শীতে ছেলেদের জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি সেজেছে শীত সম্ভারে। দেশব্যাপী ইজির সবক’টি আউটলেট সেজেছে শীত পোশাকে। ইজির শীত পোশাকের মধ্যে রয়েছে ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলস্লিভ টি-শার্ট ইত্যাদি। এর বাইরে নিয়মিত সব সংগ্রহ তো থাকছেই। ইজির পোশাকগুলোর রঙ ও ফেব্রিকে রয়েছে বৈচিত্র্য। মূলত তরুণ-তরুণীদের কাছে ইজির পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিসিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/easyfashionltd.bd/
×