ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে কুমার বিশ্বজিতের আত্মজীবনী

প্রকাশিত: ২৩:৫৯, ১০ জানুয়ারি ২০২২

আসছে কুমার বিশ্বজিতের আত্মজীবনী

স্টাফ রিপোর্টার ॥ চির সবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। নতুন বছরে ক্যারিয়ারের ৪০ বছর পূর্ণ করছেন তিনি। ১৯৮২ সালে ‘দ্য বেস্ট হিট অব কুমার বিশ্বজিৎ’ এ্যালবামের মধ্য দিয়ে তিনি যাত্রা শুরু করেন। এদিকে এবার বইমেলায় আসছে তার আত্মজীবনী। এটি লিখেছেন সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার। এতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কুমার বিশ্বজিতের শিল্পী হয়ে ওঠা, ক্যারিয়ারের নানা অভিজ্ঞতাসহ আরও অনেক বিষয় থাকছে। কুমার বিশ্বজিৎ বলেন, জয় অনেকদিন থেকে এ কাজটির জন্য আমাকে সময় দিচ্ছে। এর আগেও অনেকে আমাকে নিয়ে লিখতে চেয়েছেন। কিন্তু বিভিন্ন কারণে সেটি সম্ভব হয়নি। তবে এবার জয় সফল হয়েছে। আমি বেঁচে থাকতে আমার জীবনের নানা অধ্যায় নতুন প্রজন্ম জানতে পারবে এটিও আমার জন্য বড় পাওয়া বলে মনে করি। আমাদের শুরুর দিকে সঙ্গীতে আসা আজকের দিনের মতো এত সহজ ছিল না। নতুন প্রজন্ম এখানে অনেক না জানা বিষয় জানতে পারবে। জয় শাহরিয়ার বলেন, অনেকদিন ধরে এটির কাজ করছি। সত্যি বলতে এটি আমার একটা স্বপ্নের কাজ। অবশেষে সেই কাজটি একটা পরিণতির খুব কাছাকাছি। এরমধ্যে কুমার বিশ্বজিৎ-এর আত্মকথনমূলক আত্মজৈবনিক লেখার কাজ শেষ করে তার হাতে তুলে দিলাম পান্ডুলিপি। কৃতজ্ঞতা বিশ্বদার প্রতি আমার ওপর আস্থা রাখার জন্য। সব ঠিক থাকলে এবার অমর একুশে বইমেলায় আজব প্রকাশ থেকে এটি প্রকাশিত হবে।
×