ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্থানীয়দের উদ্যোগে ধলেশ্বরীর ভাঙ্গন রোধের চেষ্টা

প্রকাশিত: ২২:২৫, ১০ জানুয়ারি ২০২২

স্থানীয়দের উদ্যোগে ধলেশ্বরীর ভাঙ্গন রোধের চেষ্টা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার পশ্চিম চান্দেরচর গ্রামটি ধলেশ্বরী নদীর ভাঙ্গনের কবলে ১০ বছর ধরে। ক্রমাগত ভাঙ্গনে বিপুল সম্পদ বিলীন হয়ে গেছে। এখন মাত্র ১শ’ মিটার দূরেই গ্রামটির বাড়িঘর, স্কুল, মসজিদ, হাটবাজার। শুষ্ক মৌসুমেই ভাঙ্গনরোধ করা না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে জনপদটি। কিন্তু কোন সাড়া নেই দায়িত্বশীলদের। তাই এলাকাবাসী নিজ উদ্যোগে ধলেশ্বরীর ভাঙ্গনরোধে নিজেদের চেষ্টায় বাঁশের বেড়া দেয়ার প্রস্তুতি নিয়ে। স্থানীয় এলাকার যুবকদের প্রচেষ্টায় ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় বাঁশ দিয়ে নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে এলাকাবাসী। ভাঙ্গনের কবলে রয়েছে বসবাসরত প্রায় ১২ হাজার মানুষ। এখানে ১৫টি মসজিদ, খাসকান্দি দাখিল মাদ্রাসা ও মদিনাপাড়া কওমী মাদ্রাসা, চান্দেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চান্দেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙ্গনের মুখে। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, তিনটি সেতু, দুটি ঈদগাহ ময়দান ও কবর স্থান। তিনটি গ্রামীণ বাজার। এলাকাবাসী বলছেন এখনই ভাঙ্গনরোধ কার্যকর ব্যবস্থা না নিলে আগামী বর্ষায় সর্বনাশ হয়ে যেতে পারে। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, বিষয়টি একাধিকবার সরকারের উর্ধতন কর্মকর্তাদের অবহিতসহ কয়েকবার জেলা পানি উন্নয়ন বোর্ডেও চিঠি দিয়েছি। বিষয়টি নিয়ে আবারও সংশ্লিষ্টদের তাগিদ দেয়া হবে।
×