ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ২২:২৪, ১০ জানুয়ারি ২০২২

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদফতরের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা সংশোধন ও বাংলাদেশ সরকারী কর্ম-কমিশনের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে মৎস্যবিজ্ঞান স্নাতকদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য, জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শামীম আহমেদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল ইমরান তোহা, সাইফ রহমান জিদান, দিপঙ্কর অধিকারী, কাজি রাকিব উদ্দিন সাব্বির, নাবিলা তাবাসসুম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবা খান ইলহাম।
×