ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যাত্রীদের মারধর

এমভি সুরভী-৯ নিরাপদে বরিশাল পৌঁছেছে

প্রকাশিত: ২১:৪৫, ১০ জানুয়ারি ২০২২

এমভি সুরভী-৯ নিরাপদে বরিশাল পৌঁছেছে

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ ইঞ্জিনের সাইলেন্সারে ত্রুটি দেখা দেয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি সুরভী-৯ লঞ্চটি নিরাপদে বরিশালে পৌঁছেছে। রবিবার সকাল ১০টায় যাত্রীদের নিয়ে বরিশাল লঞ্চঘাটে পৌঁছায়। এর আগে ভোর ৫টা ৩৫ মিনিটে মেঘনা নদীর মতলব উত্তর মোহনপুর এলাকা থেকে কারিগরি পরীক্ষা শেষে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছাড়ে। বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চটি শনিবার রাতে ছেড়ে আসার পর রাত ১২টার দিকে ইঞ্জিনের সাইলেন্সারে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তাৎক্ষণিক লঞ্চের কর্মীরা ইঞ্জিন বন্ধ করে দেয়। এতে স্ফুলিঙ্গ বের হওয়া বন্ধ হয়। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের দুটি টিম লঞ্চটির ইঞ্জিনসহ সার্বিক অবস্থা পরিদর্শন করেন। তিনি আরও বলেন, লঞ্চটির ইঞ্জিন থামানোর পর এই অবস্থা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়লে এক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চান। এরপর মোহনপুর এলাকায় এলে লঞ্চটি ঘাটে আটকে রাখে পুলিশ। সারারাত লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়। পরে সাড়ে ৫শ’র মতো যাত্রী নিয়ে ভোর ৫টা ৩৫ মিনিটে মোহনপুর থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে ছেড়ে যায়। বরিশালে যাত্রীদের ওপর লঞ্চ স্টাফদের হামলা ॥ স্টাফ রিপোর্টার জানান, এমভি সুরভী-৯ লঞ্চে আগুন আতঙ্কে ৯৯৯ নম্বরে ফোন করা যাত্রীদের পিটিয়ে আহত করা হয়েছে। যাত্রীদের মারধরের ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন।
×