ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উখিয়ায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী

প্রকাশিত: ২১:৪৩, ১০ জানুয়ারি ২০২২

উখিয়ায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেনের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান, পিএসসি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।
×