ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০১:৫২, ৯ জানুয়ারি ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর : ১। বিনা অনুমতিতে কারও কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে? ক) হ্যাকিং খ) হ্যাঙ্কার গ) ব্র্যাকার ঘ) ব্র্যাক উত্তর : ক) হ্যাকিং ২। কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে সর্বপ্রথম সম্বোধন করেন কে? ক) ফ্রেডরিক বি. কোহেন খ) এ্যান্ডরিক বি. কোহেন গ) ফ্রেডরিক ডি. কোহেন ঘ) এন্ড্রু ডি. কোহেন উত্তর : ক) ফ্রেডরিক বি. কোহেন ৩। নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? ক) ABCD খ) A123B45C6D7 গ) 123456 ঘ) - 432 উত্তর : খ) A123B45C6D7 ৪। কম্পিউটার ওয়ার্ম কিসের মাধ্যমে বিস্তার লাভ করে? i) নেটওয়ার্ক ii) কম্পিউটার iii) পেনড্রাইভ নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উত্তর : ক) i, ii ৫। হোয়াইট হ্যাট হ্যাকারকে কী নামে অভিহিত করা হয়। ক) ব্র্যাক হ্যাট হ্যাকার খ) রেড হ্যাট হ্যাকার গ) হোয়াইট হ্যাট হ্যাকার ঘ) এথিক্যালে হ্যাকার উত্তর : ঘ) এথিক্যালে হ্যাকার ৬। পাসওয়ার্ডের নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়- i) বর্ণ ও সংখ্যা ii) বিশেষ ক্যারেক্টার iii) ছোট ও বড় হাতের অক্ষর মিশ্রণ। নিচের কোনটি সঠিক? ক) i, ii খ) ii , iii গ) i , iii ঘ) i, ii , iii উত্তর : ঘ) i, ii , iii ৭। ভাইরাস কী? ক) হার্ডওয়্যার খ) জীবাণু গ) ম্যালওয়ার ঘ) ব্রাউজার উত্তর : গ) ম্যালওয়ার ৮। এন্টি ভাইরাস সফ্্টওয়্যার হলো- র) নরটন রর) এ্যাভাষ্ট ররর) ট্রোজান হর্স নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর , ররর গ) র , ররর ঘ) র, রর , ররর উত্তর : ক) র, রর ৯। ঈধঢ়ঃপযধ পদ্ধতিতে তৈরি বিশেষ লেখাটি পড়ে সেটি টাইপ করতে পারে নাÑ র) মানুষ রর) কম্পিউটার ররর) রোবট নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র , ররর গ) রর , ররর ঘ) র, রর , ররর উত্তর : গ) রর , ররর ১০।জনপ্রিয় কম্পিউটার এন্টি-ভাইরাস হলো- র) পিংপং রর) অ্যাভাস্ট ররর) ক্যাসপারেস্কি নিচের কোনটি সঠিক ক) র , রর খ) র , ররর গ) রর , ররর ঘ) র, রর , ররর উত্তর : গ) রর ও ররর উত্তর : গ) ম্যালওয়ার ১১।নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়? ক) ফায়ারওয়্যার খ) ফায়ারবক্স গ) ফায়ার ঘ) ফায়ারওয়াল উত্তর : ঘ) ফায়ারওয়াল ১২।গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার? ক) ডেটাবেজ সফটওয়্যার খ) স্প্রেডশীট সফটওয়্যার গ) ব্রাউজার সফটওয়্যার ঘ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার উত্তর : গ) ব্রাউজার সফটওয়্যার ১৩।ডেটাবেজ সফটওয়্যার হলো- র) ওরাকল রর) এক্সেস ররর) মাইএসফুয়েল নিচের কোনটি সঠিক ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তর : ঘ) র, রর, ররর ১৪। নিচের কোনটি সাইবার অপরাধ? ক) মোবাইল চুরি করা খ) ইন্টারনেটে স্প্যাম ছড়ানো গ) কম্পিউটার ধ্বংস করা ঘ) সরাসরি কাউকে হুমকি দেওয়া উত্তরঃ খ) ইন্টারনেটে স্প্যাম ছড়ানো ১৫। স্প্যাম হচ্ছে- র) অপ্রয়োজনীয় ই-মেইল রর) উদ্দেশ্যমূলক ই-মেইল রর) আপত্তিকর ই-মেইল নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) রর, ররর গ) র, ররর ঘ) র, রর, ররর উত্তর: ঘ) র, রর, ররর রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন : ১। ‘সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ’ Ñব্যাখ্যা কর। উত্তর : তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধ সংগঠিত হয় তাকে বলা হয় সাইবার অপরাধ। প্রচলিত কিছু সাইবার অপরাধ হচ্ছেÑ স্প্যাম, প্রতারণা, আপত্তিকর তথ্য প্রকাশ, হুমকি প্রদর্শন, সাইবার যুদ্ধ। এই সকল ধরনের অপরাধ শাস্তিযোগ্য কেননা, ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের সাথে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয়, যা আইনের দৃষ্টিতে অপরাধ। এটি একটি নতুন ধরনের অপরাধ। কোন ধরনের সাইবার অপরাধ হলে তাকে কি ধরনের শাস্তি দিতে হবে তা নিয়ে এখনো ব্যাপক আলোচনা বা গবেষণা চলছে। প্রশ্ন : ২। দুর্নীতি নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা কর। উত্তর : কোন প্রতিষ্ঠানের তথ্যকে সংরক্ষণ ও প্রক্রিয়া করার পুরো পদ্ধটিকাকে প্রযুক্তির আওতায় আনার ফলে কোন অবৈধ আর্থিক লেনদেন করা হলে সেটি প্রতিষ্ঠানের মূল তথ্য ভান্ডারে চলে আসে। এবং স্বচ্ছতার কারণে সেটি অন্যদের চোখের সামনে চলে আসে। ফলে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে যে কোন প্রতিষ্ঠানের দুর্নীতিদ রোধ করা সম্ভব হচ্ছে। অনেক দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠান বা মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চায় না। কারণ তথ্যকে সংরক্ষণ, ব্যবহার আর প্রক্রিয়া করার জন্য পুরোপুরি তথ্য প্রযুক্তির আওতায় আসতে হবে। এর ফলে দুর্নীতি করে আর্থিক লেনদেন করলে সেটি তথ্যভান্ডারে চলে আসবে এবং সহজেই সেই দুর্নীতি ধরা পড়বে। প্রশ্ন : ৩। তথ্য অধিকার ও তথ্য আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর : রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত এবং জনগণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হলো তথ্য অধিকার। আর সরকার কর্তৃক প্রণীত তথ্য অধিকারের নিয়মনীতিকেই তথ্য আইন বলা হয়। অর্থাৎ তথ্য অধিকার আইনে জনগণ কোন কোন তথ্যগুলো জানতে পারবে আর কোনগুলো পারবে না এটা স্পষ্ট করে বলা থাকে। ২০০৯ সাল থেকে বাংলাদেশে তথ্য অধিকার আইন বলবৎ রয়েছে। তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তিকে ব্যক্তির চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করা হয়। তথ্য অধিকার আইনে তথ্য বলতে কোনো কর্তৃপক্ষের গঠন, পাঠানো ও দাপ্তরিক কর্মকা- সংক্রান্ত যে কোন স্মারক, বই, নকশা মানচিত্র, চুক্তি, উপাত্ত, লসবই, আদেশ, বিজ্ঞপ্তি, দলিল, নমুনাপত্র, প্রতিবেদন, হিসাব বিবরণী, প্রকল্প প্রস্তাব, আলোকচিত্র, অডিও, ভিডিও, অঙ্কিতচিত্র, ফিল্ম, ইলেক্ট্রনিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত যেকোন ইনস্টুমেন্ট, যান্ত্রিকভাবে পাঠযোগ্য দলিলাদি এবং অন্য যেকোন তথ্যবহ বস্তু বা এদের প্রতিলিপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে কিছু কিছু বিশেষ তথ্যকে এই আইনের আওতা থেকে মুক্ত রাখা হয়েছে। যেমন. পরীক্ষায় কী প্রশ্ন আসবে তা জানাটা কারো অধিকার নয়।
×