ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে দুর্বৃত্তদের হাতে হিজড়া খুন

প্রকাশিত: ০১:৩৭, ৯ জানুয়ারি ২০২২

যশোরে দুর্বৃত্তদের হাতে হিজড়া খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শনিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাভলী (৩০) নামে এক হিজড়া খুন হয়েছে। ব্যাটারি চালিত রিক্সায় কাজে যাওয়ার পথে সদর উপজেলার হালসা গ্রামের মাঠে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে বাইক থেকে নামিয়ে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে লাভলী গুরুতর আহত হয়। পরে তার সহকর্মী নাজমা ও সেলিনা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করার পর বেলা পৌনে ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত লাভলী যশোর শহরের বেজপাড়া এলাকার আব্দুল করিমের কন্যা। সে শহরতলীর ধর্মতলায় ফারুক হোসেনের বাড়িতে ভাড়া থাকত। স্থানীয় যুবলীগ নেত্রী নাসিমা বেগম জানিয়েছেন, সকাল ৮ টার দিকে ভাড়া বাড়ি থেকে গ্রামাঞ্চলে বাচ্চা নাচাতে যাওয়ার পথে লাভলী খুন হয়েছে। নাজমা ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মাহি নামে দু’জন হিজড়ার সঙ্গে তার বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসীর ধারণা। ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাজমা এবং সেলিনাকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজন নিয়ে গেছে। নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর নিয়াজ নামে (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদী থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের সতিরাম গ্রামের জলিল হাওলাদারের ছেলে নিয়াজ পেশায় জেলে।
×