ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফির নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০১:৩৩, ৯ জানুয়ারি ২০২২

ফির নামে অর্থ হাতিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ

সংবাদদাতা, চৌহালী, সিরাজগঞ্জ ॥ চৌহালী উপজেলাধীন এনায়েতপুরে খামারগ্রাম ডিগ্রী কলেজে এ্যাসাইনমেন্ট ফির নামে উপবৃত্তিপ্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। সরকারী পরিপত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তিপ্রাপ্ত অসচ্ছল শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের অর্থ আদায় সম্পূর্ণ অনৈতিক। তারপরেও উচ্চ মাধ্যমিক স্তরের প্রথম বর্ষের প্রায় ৪শ’ শিক্ষার্থীর কাছ থেকে ৮শ’ টাকা করে অনৈতিকভাবে এ ফি আদায় করা হয়েছে। অভিযোগ রয়েছে, অধ্যক্ষের নির্দেশে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রায় আড়াই লক্ষাধিক টাকা দফায় দফায় আদায় করেন প্রতিষ্ঠানের করনিকরা। এদিকে অর্থ ফেরতের দাবিতে মহাবিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকালে বিক্ষোভ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিষয়টির তদন্তসহ দুর্নীতিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান তারা। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ইয়ারচেঞ্জ বা বার্ষিক উন্নয়ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে। সাংবাদিকদের দেখেই অধ্যক্ষ হায়দার আলী দ্রুত সটকে পড়েন। এ বিষয়ে চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ সরকার বলেন, বিষয়টি খুবই অমানবিক। এটা লজ্জাজনক। এদিকে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল্লাহ জানান, উপবৃত্তিভোগী শিক্ষার্থীদের কাছ থেকে শুধু পরীক্ষার ফি ছাড়া এ্যাসাইনমেন্ট ফি, বেতন বা সেশনচার্জও কোনটিই নেয়া যাবে না।
×