ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরীতে ট্রলারডুবি

চারদিনেও নিখোঁজদের সন্ধান মেলেনি, স্বজনদের বিক্ষোভ

প্রকাশিত: ০০:০৪, ৯ জানুয়ারি ২০২২

চারদিনেও নিখোঁজদের সন্ধান মেলেনি, স্বজনদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় চারদিনের তল্লাশি অভিযানেও নিখোঁজ কারও সন্ধান মেলেনি। এমনকি, ডুবে যাওয়া ট্রলারটিও এখন পর্যন্ত শনাক্ত হয়নি। এদিকে, নিখোঁজদের কোন সন্ধান না পাওয়ায় নদীর তীরে অপেক্ষায় থাকা স্বজনরা উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। শনিবার নিখোঁজদের খোঁজে আসা স্বজনরা নদীর তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। শনিবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল। এ ঘটনায় এখনও একই পরিবারের ৪ জনসহ ৮ যাত্রী নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোঃ রকিবুজ্জামান জানান, ট্রলারডুবির ঘটনার ৪ দিনেও নিখোঁজ কারও সন্ধান না পেয়ে স্বজনরা ক্ষুব্ধ হয়ে নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। ফতুল্লার বক্তাবলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোরশেদ মোঃ জিয়াউল আলম বলেন, শনিবার সকাল থেকে নিখোঁজদের সন্ধ্যানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চলে। কিন্তু নিখোঁজদের কারও সন্ধান পাওয়া যায়নি। এমনকি ডুবে যাওয়া ট্রলারটিও এখানও শনাক্ত করা যায়নি।
×