ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুবিতে শুরু হচ্ছে বাংলা উৎসব

প্রকাশিত: ০০:০২, ৯ জানুয়ারি ২০২২

কুবিতে শুরু হচ্ছে বাংলা উৎসব

কুবি প্রতিনিধি ॥ ‘আয় সখা আয় উৎসব আনন্দ আর প্রাণের স্পন্দনে হৃদয়ের আহ্বানে প্রাণ অফুরান সীমাহীন বন্ধনে’ সেøাগান সামনে রেখে প্রতিবারের মতো এবারও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বাংলা উৎসব। এবারের উৎসবের নাম বাংলা উৎসব-১৪২৮। আজ রবিবার র‌্যালির মাধ্যমে এ উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে এ উৎসব শেষ হবে। ৫ দিনব্যাপী এ উৎসবে বালিশ খেলা, হাঁড়িভাঙ্গা, বস্তা দৌড়, জোড় পায়ে দৌড়, মার্বেল চামচ, কেরাম, হা-ডু-ডু, ক্রিকেট, ফুটবলসহ আরও নানা ধরনের খেলা রয়েছে শিক্ষার্থীদের জন্য। এছাড়াও নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান, পিঠা উৎসব রয়েছে এ আয়োজনে।
×