ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মারা গেলেন নিউক্লিয়ার পদার্থবিদ হিরন্ময় সেন

প্রকাশিত: ০০:০২, ৯ জানুয়ারি ২০২২

মারা গেলেন নিউক্লিয়ার পদার্থবিদ হিরন্ময় সেন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লিয়ার পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হিরন্ময় সেনগুপ্ত (৮৮) পরলোকগমন করেছেন। শুক্রবার রাত পৌনে ১টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ঢাবির জগন্নাথ হল ও পদার্থবিজ্ঞান বিভাগে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে নারায়ণগঞ্জের পোস্তগোলায় তার মরদেহ দাহ করা হয়েছে। ড. হিরন্ময় সেনগুপ্ত ১৯৫৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ঢাবিতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ১৯৬৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লীয় পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৭৩-১৯৭৬ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ফিজিক্স ল্যাবরেটরি এবং ১৯৮১-৮২ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পোস্ট ডক্টোরাল গবেষণা করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। উপাচার্য বলেন, অধ্যাপক ড. হিরন্ময় সেনগুপ্ত ছিলেন অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিউক্লীয় পদার্থবিজ্ঞানী।
×