ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে করোনা ॥ একদিনে শনাক্ত ৭৬

প্রকাশিত: ০০:০০, ৯ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে করোনা ॥ একদিনে শনাক্ত ৭৬

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনার প্রকোপ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না কেউ। যার ফলে চট্টগ্রাম বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার প্রায় ৫ শতাংশ। স্বাস্থ্যবিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরিধানে অনীহা এবং সামাজিক দূরত্বের বিষয়টি উবে যাওয়ায় বাড়ছে শনাক্ত। শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা সংক্রান্ত প্রতিবেদনে আরও জানানো হয়, শুক্রবার চট্টগ্রামের ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৫৩০টি। এর মধ্যে পজিটিভ শনাক্ত হয় ৭৬ জনের। সংক্রমণ হার ৪ দশমিক ৯৭ । যাদের মধ্যে নগরীর ৭১ জন ও উপজেলার ৫ জন। তবে করোনায় কারও মৃত্যু হয়নি। উল্লেখ্য, চট্টগ্রামে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৯৮০ জন।
×