ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জার্মানিতে হুহু করে বাড়ছে সংক্রমণ

প্রকাশিত: ২৩:২৬, ৯ জানুয়ারি ২০২২

জার্মানিতে হুহু করে বাড়ছে সংক্রমণ

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির ১৬ রাজ্যের মধ্যে যে রাজ্যটিতে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ করোনা টিকার ডোজ নিয়েছেন, সেই ব্রেমেনেই সংক্রমণ বাড়ছে দেশটির অন্যান্য এলাকার তুলনায় সবচেয়ে বেশি হারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা বিভাগ শনিবার এ তথ্য জানায়। ব্রেমেনের লাইবিনিজ ইনস্টিটিউট ফর প্রিভেনশন রিসার্চ এ্যান্ড এপিডেমিওলজির গবেষক ও মহামারীবিদ হাজো জিব বলেন, ‘অন্যান্য রাজ্যের চেয়ে এখানে আক্রান্তের হার খানিকটা বেশি; তবে আমার ধারণা, অল্প সময়ের মধ্যেই জার্মানির বাকি ১৫ রাজ্যের অবস্থাও ব্রেমেনের মতো হবে। এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৩০ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার ৩০৬ জন। মৃত্যু ৫৪ লাখ ৯৯ হাজার ৩৮৬ জন। মোট সুস্থ ২৫ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ৪১৪ জন। খবর আলজাজিরা, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটার্সের। ব্রেমেনের ভৌগোলিক অবস্থানকে সংক্রমণ বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করেন হাজো জিব। এ সম্পর্কে তিনি বলেন, ‘ব্রেমেনের সঙ্গে নেদারল্যান্ডস ও ডেনমার্কের সীমান্ত রয়েছে। ওই দুটি দেশেই এখন প্রাধান্য বিস্তারকারী ধরন হয়ে উঠেছে ওমিক্রন। যেহেতু এটি খুবই সংক্রামক একটি ভাইরাস, তাই ব্রেমেনে সংক্রমণ বাড়ার প্রধান কারণ তার সীমান্তবর্তী ভৌগোলিক অবস্থান। টিকা নিয়ে সন্দিহান সাংসদের মৃত্যু হলো কোভিডে ॥ ফ্রান্সে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানা পদক্ষেপের বিরোধিতাকারী, টিকা নিয়ে সন্দিহান কট্টর ডানপন্থী একটি দলের আইনপ্রণেতা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার দেশটির পার্লামেন্টের প্রেসিডেন্ট ৭৬ বছর বয়সী সাংসদ জোসে এভারের মৃত্যুর খবর নিশ্চিত করেন। ফ্রান্সের পার্লামেন্টে দুবু লা ফঁস দলের প্রতিনিধিত্বকারী তিন আইনপ্রণেতার একজন ছিলেন এভার। ‘তার স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, সেই সঙ্গে তার সহকর্মী ও সহযোগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি,’ বলেছেন ন্যাশনাল এ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিশাখঁ ফেরন। এভার নিজে কোভিডের টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন কিনা, তা স্পষ্ট নয়। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভরতদের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তাতে স্বাক্ষরকারীদের মধ্যেও এভার ছিলেন।
×