ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানবেতর জীবন, সেনাবাহিনীর ভয়ে ফিরতে পারছে না

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের হাজারো মানুষ

প্রকাশিত: ২১:৪৪, ৯ জানুয়ারি ২০২২

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের হাজারো মানুষ

মিয়ানমারের হাজারো মানুষ থাইল্যান্ড সীমান্তে মোয়ে নদীর পাড়ে তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে। দেশটির সেনাবাহিনীর ভয়ে তারা বাড়ি ফেরার সাহস পাচ্ছে না। তাদের দাবি, মিয়ানমার সেনাবাহিনী তাদের গ্রামের ওপর বোমাবর্ষণ করায় তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। কেউ কেউ নদী পাড়ি দিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানে শরণার্থী শিবিরগুলোর করুণ দশায় টিকতে না পেরে অনেকে নদীর এপারে মিয়ানমারের অংশে ফিরে গিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনী গত বছর নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করে। তারপর থেকে স্থানীয় নানা সশস্ত্রবাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ চলছে। হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ বাঁচাতে নিজ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। উদ্বাস্তু ওইসব মানুষদের জন্য আরও বেশি সহায়তা দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। রয়টার্সের প্রতিনিধিরা শুক্রবার থাইল্যান্ডের অংশে মোয়ে নদীর পাড় থেকে ওপাড়ে মিয়ানমারের অংশে চারটি জায়গায় অন্তত দুই হাজার নারী-পুরুষ ও শিশুকে আশ্রয় নিয়ে থাকতে দেখেছে। তারা তারপুলিনের তাঁবুতে মানবেতর জীবন যাপন করছেন। ত্রাণের খবার ও পানি সংগ্রহ করতে নদী পেরিয়ে থাইল্যান্ডের অংশে আসা ৪২ বছরের সাবাল ফিউ রয়টার্সকে বলেন, ‘ওখানে (থাইল্যান্ডের অংশে) আমাদের ভালই ত্রাণ দেয়া হয়। কিন্তু সেখানে ভিড় এত বেশি যে জীবনযাপন কঠিন হয়ে পড়ে। এখানে আমাদের স্বাধীনতা বেশি।’ স্বামী এবং চার সন্তান নিয়ে সাবাল প্রথমে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন।
×