ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চলমান উন্নয়ন-অগ্রযাত্রা

প্রকাশিত: ২১:৩০, ৯ জানুয়ারি ২০২২

চলমান উন্নয়ন-অগ্রযাত্রা

শুক্রবার আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের তৃতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। জাতির কাছে যেসব অঙ্গীকার করেছিলেন বঙ্গবন্ধুকন্যা, তা ইতোমধ্যেই পূরণ করেছেন তিনি। তবে উন্নয়নের মহাসড়ক বেয়ে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার বিষয়টি অনেকের কাছেই চক্ষুশূল হয়ে উঠেছে, যারা বাংলাদেশে বসবাস করেও অন্তরে পাকিস্তানপন্থী ও বাংলাদেশবিরোধী। স্বাধীনতাবিরোধী এই অপশক্তি দেশ-বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে দেশের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য। মিথ্যা-বানোয়াট-কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেই বলেছেন, বিদেশে সরকারের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ যাতে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। সরকারের টানা ১৩ বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, এটি বাস্তবতা। দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, মাতৃমৃত্যু-শিশুমৃত্যুর হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার হার বৃদ্ধিসহ আর্থ-সামাজিক নানা সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছে। জনতাকে সংগঠিত করার জন্য বিশেষ নেতৃত্বগুণের প্রয়োজন। স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনকালে নির্দি¦ধায়, অসংকোচে বলতে পারি যে, বিগত পঞ্চাশ বছরে আমরা এমন একজন দক্ষ ও সুযোগ্য নেতা পেয়েছি, যিনি কালক্রমে হয়ে উঠেছেন বিশ্ব নেতা। বাংলার মানুষও তাঁর মাধ্যমেই জাতির জনকের তথা বাংলার মানুষের স্বপ্ন পূরণের ভরসা পেয়েছে। স্বাধীনতার পর জাতি প্রত্যক্ষ করেছে, একমাত্র আওয়ামী লীগ ব্যতীত যে দলই ক্ষমতায় এসেছে, তারা নিজেদের আখের গোছানোতেই বেশি মনোযোগ দিয়েছে। একপর্যায়ে বিশ্ববাসী দেখতে পেয়েছে যে, পরপর তিন বছর বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সেই পঙ্কিলতা ও পতিত ভাবমূর্তি থেকে দেশকে টেনে তোলার বড় কাজটি করেছে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণকারী আওয়ামী লীগ সরকার। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশে বহু বছর সামরিক শাসন চলেছে। তৎকালীন শাসকরাও আত্মোন্নয়নেই সকল শক্তি নিয়োগ করেছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরবচ্ছিন্নভাবে দেশের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি দেশের জননেত্রী শেখ হাসিনা হয়ে উঠেছেন বিশ্বনেতা। প্রধানমন্ত্রী করোনার তৃতীয় ঢেউ থেকে সতর্ক থাকার পাশাপাশি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি সময়োচিত আহ্বান জানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শকে ধারণ করে দেশবাসী জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-নিরক্ষরতামুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলায় সরকারের পাশে থাকবে, এমনটিই প্রত্যাশা।
×