ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেটা ছেড়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ প্রধান

প্রকাশিত: ১৬:২৮, ৮ জানুয়ারি ২০২২

মেটা ছেড়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ প্রধান

অনলাইন ডেস্ক ॥ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর জনসংযোগ প্রধান জন পিনেট প্রতিষ্ঠানটি ছেড়ে দিয়েছেন। মেটার একজন মুখপাত্র রয়টার্সকে ইমেইলে দেওয়া এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক জনসংযোগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস নর্টন অন্তর্বর্তীকালীন ভিত্তিতে পিনেটের কাজগুলো সামলাবেন। “জন পিনেট মেটা ছেড়ে দিয়েছেন।” বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিষ্ঠানটির ইতিহাসে এক তীব্র ও গুরুত্বপূর্ণ সময়ে তার ইতিবাচক অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তার ভাবিষ্যত কার্যক্রমে আমাদের শুভেচ্ছা থাকবে।” পিনেট কেন চলে গেলেন সে বিষয়ে বলতে মুখপাত্র অস্বীকার করেন। কারণ হিসেবে তিনি কর্মী সংশ্লিষ্ট বিষয়ে মেটার মন্তব্য না করার নীতির কথা উল্লেখ করেন। ফেসবুকে যোগ দেওয়ার আগে পিনেট পাঁচ বছর ধরে বিল গেটসের ব্যক্তিগত অফিস এবং উদ্ভাবন ল্যাব ‘গেটস ভেঞ্চার্সে’ জনসংযোগ প্রধান ছিলেন এবং গুগলের জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের জনসংযোগের প্রধান ছিলেন। তিনি মাইক্রোসফটে বেশ কয়েকটি পণ্য এবং কর্পোরেট জনসংযোগেও নেতৃত্ব দিয়েছেন।
×