ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দামপাড়ার এসপি ফেরদৌস

প্রকাশিত: ২২:১১, ৮ জানুয়ারি ২০২২

দামপাড়ার এসপি ফেরদৌস

স্টাফ রিপোর্টার ॥ এসপি শামসুল ইসলাম। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে প্রশাসনের ভেতরে থেকেও পাকিস্তানীদের বিরুদ্ধে লড়াই করেছেন। চট্টগ্রামের দামপাড়ার পুলিশ লাইন্সের অস্ত্রের গুদাম ঘর এই এসপির দায়িত্বে। পাকিস্তানী আর্মিরা তার কাছে সেই অস্ত্রের গুদাম ঘরের চাবি চেয়েছিল। কিন্তু এসপি শামসুল ইসলাম আর্মিদের সঙ্গে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারাদেশে ছড়িয়ে দেন। শেষ পর্যন্ত তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুনও করে পাকিস্তানীরা। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায় না। যেহেতু তার স্ত্রী বেঁচে আছেন, তাই স্বামীহারা স্ত্রীর বর্ণনায় গল্পটি বড়পর্দায় তুলে ধরা হচ্ছে। তার বীরত্ব ও আত্মত্যাগের গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘দামপাড়া’। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আনন জামান এবং নির্মাণ করছেন শুদ্ধমান চৈতন। সিনেমাটি প্রযোজনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। চলচ্চিত্রটিতে এসপি শামসুল ইসলামের ভূমিকায় অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ। সিনেমাটি প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘দামপাড়া’ মূলত বাংলাদেশ পুলিশের বীরত্ব ও দেশপ্রেমের গল্পের সিনেমা। আমি এর আগেও মুক্তিযুদ্ধের সিনেমাতে অভিনয় করেছি। কিন্তু কোন সিনেমায় মুক্তিযুদ্ধকে এত ডিটেইল তুলে ধরা হয়নি।
×