ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গৃহবধূ থেকে চেয়ারম্যান তাসলিমা

প্রকাশিত: ২২:০৫, ৮ জানুয়ারি ২০২২

গৃহবধূ থেকে চেয়ারম্যান তাসলিমা

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ স্বাধীনতার ৫০ বছর পর নান্দাইলে প্রথম নারী তাসলিমা আক্তার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে তিনি ‘নৌকা’ প্রতীক নিয়ে জয়লাভ করেন। ওই নারী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তার প্রয়াত স্বামী মুর্শেদ আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। জানা গেছে, তাসলিমা আক্তার ইউনিয়নের কানারামপুর গ্রামের বাসিন্দা। স্বামী মুর্শেদ আলী গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এরপর স্থানীয় সন্ত্রাসীদের হাতে তিনি নির্মমভাবে খুন হন। এবারের নির্বাচনে মুর্শেদ আলীর স্ত্রী তাসলিমাকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীক দেন। বুধবারের নির্বাচনে তিনি ৭৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হন।
×