ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারদা সুন্দরী মহিলা কলেজ

কেটে ফেলা হলো ছয় মেহগনি গাছের মাথা

প্রকাশিত: ২২:০৪, ৮ জানুয়ারি ২০২২

কেটে ফেলা হলো ছয় মেহগনি গাছের মাথা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর ॥ ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঝিলটুলী মহল্লায় অবস্থিত সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অভ্যন্তরে হোস্টেলের সামনে থাকা ছয়টি বড় আকৃতির মেহগনি গাছের মাথাসহ ডাল কেটে নেবার ঘটনা ঘটেছে। শুক্রবার সরকারী ছুটির দিনে খুব ভোরে গাছের মাথাগুলো সকলের অগোচরে কয়েকটি ভ্যানে করে পাতা দিয়ে ঢেকে গাছের গুঁড়িগুলো নিয়ে যায় ওই কলেজের কয়েক কর্মচারী। সরকারী এই কলেজ জেলার নারী শিক্ষার জন্য একটি প্রধান বিদ্যাপীঠ। ১৯৬৬ সালে এটি শহরের ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় স্থাপিত হয় মুক্তিযুদ্ধে শহীদ শিক্ষানুরাগী চন্দ্রকান্ত নাথের উদ্যোগে। ১৯৭৬সালে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি শহরের ঝিলটুলী মহল্লা এলাকার অম্বিকা সড়কের পাশে বর্তমান জায়গায় স্থান্তারিত হয়। ১৯৮০ এ কলেজটি জাতীয়করণ করা হয়। ‘আমি জানি না’ দাবি করে গাছ কাটার বিষয়ে কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা জানান, গাছ কাটার বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। কলেজ সংলগ্ন একটি শপিং মলের দায়িত্বে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সিকিউরিটি গার্ড জানান, সকালে তিনটি ভ্যানে করে গাছের বড় কয়েকটি অংশ নিয়ে যাওয়া হয়েছে। গাছ বহনকারী শহরের বায়তুল আমান এলাকার বাসিন্দা ভ্যানচালক রাসেল জানান, কলেজের ইলেকট্রিক মিস্ত্রি তাকে গাছের গুঁড়িগুলো নিয়ে যেতে বলেছেন। কলেজের হোস্টেল সুপার আজগর আলী বলেন, আমি সারাদিনই কলেজে ছিলাম। গাছকাটার বিষয়টি আমি জানি না। তবে গাছের কিছু ডালকাটা হয়েছে বলে শুনেছি। গাছ কাটার বিষয়ে কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা জানান, গাছ কাটার বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। তাছাড়া গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না।
×