ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে উইমেন চেম্বারের ট্রেড ফেয়ার শুরু

প্রকাশিত: ২১:৪৬, ৮ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে উইমেন চেম্বারের ট্রেড ফেয়ার শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুক্রবার শুরু হয়েছে মাসব্যাপী সিএমএসএমই ট্রেড ফেয়ার। মহানগরীর পাহাড়তলী আমবাগান সড়কের রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে বিকেলে এ মেলা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আয়োজন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় ছোট, বড় প্রায় ২শ’টি স্টল এবং ৪টি প্যাভেলিয়ন অংশগ্রহণ করছে। এতে মূলত নারী উদ্যোক্তাদের উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। স্বল্পমূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন নারীরা। এ মেলায় স্পন্সর হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, আরএসপিএল, ইন্ট্রাকো গ্রুপ, জেনেটিকা, জেডএমসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। একই মেলায় চিটাগাং উইমেন চেম্বার অব ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বীরকন্যা প্রীতিলতা স্মরণে ৫ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে। চিটাগাং উইমেন চেম্বার প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোঃ রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারোয়ার জাহান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রামে এটি উইমেন চেম্বারের দ্বিতীয় আয়োজন। ট্রেড ফেয়ারে সার্ভিক সহযোগিতা প্রদান করছে রফতানি উন্নয়ন ব্যুরো, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), শিল্প মন্ত্রণালয় প্রতিষ্ঠিত এসএমই ফাউন্ডেশন এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার।
×