ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারের ওপর চাপ বাড়াল এসি মিলান

প্রকাশিত: ১২:৩০, ৭ জানুয়ারি ২০২২

ইন্টারের ওপর চাপ বাড়াল এসি মিলান

অনলাইন রিপোর্টার ॥ নয়জনের এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে, ইতালিয়ান সিরি আ’র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান সংহত করেছে এসি মিলান। স্তাদিও জিউসেপ্পে মেয়াজ্জাতে খেলার ৮ মিনিটেই, অলিভিয়ার জিরুর পেনাল্টি গোলে লিড পায় মিলান। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুনিয়র মেসিয়াস। ৪০ মিনিটে টবি আব্রাহাম ব্যবধান কমালেও, দ্বিতীয়ার্ধ্বে অভদ্র খেলার খেসারত দিতে হয় রোমাকে। ৮১ মিনিটে মিলানের বড় জয় নিশ্চিত করেন রাফায়েল লিয়াও। অন্য ম্যাচে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে, ২৩ মিনিটে নাপোলিকে এগিয়ে দেন দ্রিস মেরতেনস। ৫৪ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান ফেদেরিকো কিয়েসা। এতে ২০ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে এসি মিলান দ্বিতীয়, ৪০ নিয়ে নাপোলি তৃতীয় ও ৩৫ নিয়ে জুভেন্টাসের অবস্থান পঞ্চম। অপরদিকে এক ম্যাচ কম খেলেই ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।
×