ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সকলের ব্যক্তি পরিচয়ের অধিকার রয়েছে ॥ স্পীকার

প্রকাশিত: ০১:৩০, ৭ জানুয়ারি ২০২২

সকলের ব্যক্তি পরিচয়ের অধিকার রয়েছে ॥ স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকলের ব্যক্তি পরিচয়ের অধিকার রয়েছে। পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের প্রয়োজনীয়তা এখানেই। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন বিষয়টি অনুধাবন করেছে- যা যুগোপযোগী, ভিন্নধর্মী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘ভোটার তালিকায় পরিচয়হীন পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় স্পীকার কর্মশালার শুভ উদ্বোধন করেন। স্পীকার বলেন, করোনাকালে নির্বাচন কমিশনের ডাটাবেজ ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে দুস্থ মানুষের কাছে আর্থিক ও অন্যান্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। সুষ্ঠু তথ্য উপস্থাপন ও সংরক্ষণের কারণে এটা সম্ভব হয়েছে।
×