ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুষ্টি ও লিঙ্গসমতা শিক্ষায় স্বাস্থ্যশিক্ষা প্যাকেজ

প্রকাশিত: ০১:১৫, ৭ জানুয়ারি ২০২২

পুষ্টি ও লিঙ্গসমতা শিক্ষায় স্বাস্থ্যশিক্ষা প্যাকেজ

স্টাফ রিপোর্টার ॥ পুষ্টি, লিঙ্গ সম্পর্কিত ধারণা ও বাল্যবিয়েসহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের লক্ষ্যে কিশোর-কিশোরীদের জন্য চালু হলো স্বাস্থ্যশিক্ষা প্যাকেজ। এই উদ্যোগের মাধ্যমে কিশোর-কিশোরীদের মাঝে লিঙ্গ নিয়ে সচেতনতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্যাকেজের সার্বিক সহায়তায় রয়েছে ইউএসএআইডি। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিদ্যালয় স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি শিক্ষা প্যাকেজ’ শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে প্যাকেজের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ইউএসএআইডির ভারপ্রাপ্ত মিশন ডিরেক্টর গ্যারি টি. গিল বলেন, আমরা এই তথ্য প্যাকেজে সহায়তা করতে পেরে আনন্দিত। যেটি তরুণদের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টি করবে। যাতে তারা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এটি এই দেশের মানুষকে নিজেদের এবং তাদের পরিবারের জন্য স্বাস্থ্যকর এবং আরও সমৃদ্ধ জীবন সংগ্রামে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যৌথ দৃষ্টিভঙ্গির অংশ।
×