ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাতারের লাল তালিকায় বাংলাদেশ

প্রকাশিত: ০১:০৮, ৭ জানুয়ারি ২০২২

কাতারের লাল তালিকায় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশসহ নয়টি দেশকে ‘ব্যতিক্রমী লাল’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশীদের কড়াকড়ির মুখে পড়তে হবে। কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মিনিস্ট্রি অব পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে ‘কোভিড-১৯ এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ’ তালিকায় বাংলাদেশের নাম রেখেছে। তবে বাংলাদেশ থেকে কাতারে আসা-যাওয়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকার সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা। করোনা প্রটোকল মানা হচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে এই তালিকা করা হয়েছে। লাল তালিকার অন্য দেশগুলো হলো- মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়না, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুইয়ে।
×