ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাটনন্দন নাট্যোৎসবে ‘নারী ও রাক্ষসী’

প্রকাশিত: ০০:২৭, ৭ জানুয়ারি ২০২২

নাটনন্দন নাট্যোৎসবে ‘নারী ও রাক্ষসী’

স্টাফ রিপোর্টার ॥ ‘সম্প্রীতির জাগরন, নাটকে অন্বেষন’ স্লোগানে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘নাটনন্দন নাট্যোৎসব ২০২২’। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করেছে ঢাকার নাট্যদল নাটনন্দন। দলের সভাপতি নাট্যকার, নির্দেশক ও অভিনয়শিল্পী আছমা আক্তার লিজা জানান, ৭ দিনে, ৬টি দলের অংশগ্রহণে, ৭টি নাটক মঞ্চায়ন হবে। ঢাকা ও চট্টগ্রামের মানুষের মিলন মেলার উৎসব এটি। বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক-সংগঠক গোলাম কুদ্দুছ। উদ্বোধনী মঞ্চায়ন থেকে সমাপনী মঞ্চায়ন পর্যন্ত প্রতিদিন নাটক মঞ্চায়িত হবে একটি এবং সেটি দর্শনের বিনিময়ে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সন্ধ্যা ৭টায়। নির্দেশক আছমা আক্তার লিজার নির্দেশনায় প্রথমদিনে ঢাকার নাট্যদল নাটনন্দন মঞ্চায়ন করবে নাটক ‘নারী ও রাক্ষসী’ যেখানে দৃশ্যমান হবে নারীর তেজঃদীপ্ত রোশনাইতে নারী অবমাননাকারীর ভস্মীভূত হবার দৃষ্টান্তের কথা। দ্বিতীয় দিনে নির্দেশক মোসলেম উদ্দিন সিকদার নির্দেশিত, চট্টগ্রামের নাট্যদল উত্তরাধিকার মঞ্চায়ন করবে নাটক ‘মৃত্যুপাখি’। যেখানে দৃশ্যমান হবে, পত্রিকার পাতা ভেদ করে ফুটে উঠা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাস্তবতা। উৎসবের তৃতীয় দিন নির্দেশক এইচ আর অনিকের নির্দেশনায় ঢাকার নাট্যদল চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘শেখ সাদী’ যেখানে উদ্ভাসিত হবে পারস্যের মহাকবি শেখ সাদীর জীবন ও কর্মের ব্যাঞ্জনাময় উপস্থিতি। চতুর্থ দিন নির্দেশক আব্দুল হাদীর নির্দেশনায়, চট্টগ্রামের নাট্যদল নান্দিকার মঞ্চায়ন করবে নাটক ‘অন্তর্জলী’ যেখানে উন্মোচন হবে অতীতের স্মৃতি বর্তমানেও অমলিন। পঞ্চম দিন নির্দেশক আছমা আক্তার লিজার নির্দেশনায়, নাটনন্দন মঞ্চায়ন করবে নাটক ‘অকশন’ যেখানে স্পষ্ট আবহাওয়ার পরিবর্তনে কিভাবে বিপন্ন পৃথিবীর প্রতিটি জীবন। ষষ্ঠ দিন নির্দেশক মোস্তফা হীরা নির্দেশনায়, ঢাকার নাট্যদল সংলাপ গ্রুপ থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘বোধ’।
×