ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাজার সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০০:০০, ৭ জানুয়ারি ২০২২

খাজার সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজের প্রথম তিন টেস্টে দলে ছিলেন না পাকিস্তানি বংশোদ্ভূত উসমান খাজা। তিন টেস্টে তাকে বাদ দেয়া যে যৌক্তিক ছিল না তা ব্যাট হাতেই প্রমাণ করলেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচে সুযোগ পেয়েই দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার। মূলত তার সেঞ্চুরির সৌজন্যেই ৮ উইকেটে ৪১৬ রানের বিশাল সংগ্রহ তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে প্যাট কামিন্সের দল। সিডনি টেস্টে বল হাতে ইংল্যান্ডের সফল বোলার স্টুয়ার্ট ব্রড। ১০১ রানে ৫ উইকেট সংগ্রহ করে নেন তিনি। দ্বিতীয় দিন শেষে ৫ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৩ রান করেছে ইংল্যান্ড। এর ফলে ১০ উইকেট হাতে নিয়ে ৪০৩ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে ইংলিশরা। ট্রাভিস হেড করোনায় আক্রান্ত হওয়ায় চতুর্থ টেস্টে খেলার সুযোগ পান খাজা। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরলেন দারুণভাবে। চতুর্থ উইকেটে স্মিথের সঙ্গে ২৬৩ বলে ১১৫ রান যোগ করেন তিনি। আর ১৪১ বল খেলে ৫টি চারে ৬৭ রানে থামেন স্মিথ। স্মিথ থামলেও টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন খাজা। ২০১৯ সালের ফেব্রুয়ারির পর প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। শেষ পর্যন্ত ব্রডের বলে বোল্ড হয়ে ১৩৭ রানে আউট হন খাজা। খাজাকে আউট করেই টেস্ট ক্যারিয়ারে ১৯তমবারের মতো পাঁচ বা ততোধিক উইকেট নেন ব্রড। খাজার আউটের কিছুক্ষণ পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
×