ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারিয়ে ফেড কাপের ফাইনালে রহমতগঞ্জ

প্রকাশিত: ২৩:৫৬, ৭ জানুয়ারি ২০২২

মোহামেডানকে হারিয়ে ফেড কাপের ফাইনালে রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ফেডারেশন কাপের দ্বিতীয় সর্বোচ্চ সফল হওয়া দল তারা। কিন্তু ফাইনাল খেলা হয়েছে সেই এক যুগ আগে! ২০০৯ সালের পর এবার আবারও সুযোগ এসেছিল কাক্সিক্ষত ফাইনালে নাম লেখানোর। কিন্তু বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হলো তাদের! যে দলের কথা বলা হচ্ছে, তার নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২-১ গোলে তাদের হারিয়ে ফাইনালে ওঠে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই আসরের ২০১৯ সালের সেমিতেও কাকতালীয়ভাবে এই দু’দলই পরস্পরের মুখোমুখি হয়েছিল। সেবারও ১-০ গোলে জিতেছিল রহমতগঞ্জ। বৃহস্পতিবার হেরে যাওয়ায় সেই হারের প্রতিশোধটা আর নেয়া হলো না সাদা-কালো শিবিরের। তবে ম্যাচ শেষে নির্বিঘেœ মাঠ ছাড়তে পারেননি রেফারি জালাল উদ্দিন। তাকে মাঠ ছাড়তে হয় পুলিশি প্রহরায়! কেননা ম্যাচের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে অভিযোগ মোহামেডান সমর্থকদের। তার একটা ৬৭ মিনিটে মোহামেডানের জেসমিনকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কৃত করা। ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। ডান প্রান্ত থেকে আলমগীরের কর্নার কিক পোস্টের খুব কাছ থেকে হেডে বল নামিয়ে দেন অস্ট্রেলিয়ান এ্যারন জন। সেই বলে বা পায়ের নিচু ভলি শটে লক্ষ্যভেদ করেন রাজীব (১-০)। এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহামেডান। ৬৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মেসিডোনিয়ান ডিফেন্ডার জেসমিন মেচিনোভিকজ। রহমতগঞ্জের বিদেশী ফুটবলার ফিলিপকে ফাউল করেন তিনি। ৭৯ মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড ফিলিপ আদজাহ (১-১)। ৮৮ মিনিটে সানডে চিজোবার বাইসাইকেল কিক বারে লেগে ফেরত আসায় গোলবঞ্চিত হয় রহমতগঞ্জ। যখনই মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াবে, তখনই সংযুক্তি সময়ে (৯০+১ মিনিটে) নাটকীয়ভাবে গোল করে রহমতগঞ্জ। ডান প্রান্ত থেকে ফিলিপের ক্রস বক্সের কাছ থেকে বা পায়ের শটে পোস্টে জড়িয়ে দেন সানডে চিজোবা (২-১)। এই গোলেই ফাইনাল নিশ্চিত হয় রহমতগঞ্জের। এর আগে সবশেষ ২০০৯ সালের ফেডারেশন কাপের ফাইনাল খেলেছিল মোহামেডান। সেবার শিরোপা জেতার পর দীর্ঘ ১২ বছর ফাইনালে নাম লেখাতে পারেনি সাদা-কালোরা। অন্যদিকে রহমতগঞ্জ একবারই ফাইনাল খেলেছিল। সেটি ২০১৯-২০ মৌসুমে।
×