ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাবিতে অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস বন্ধ

প্রকাশিত: ২৩:০৯, ৭ জানুয়ারি ২০২২

জাবিতে অনির্দিষ্টকালের জন্য সশরীরে ক্লাস বন্ধ

জাবি সংবাদদাতা ॥ দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বুধবার রাতে অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার। তিনি বলেন, আগামী রবিবার থেকে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত তাত্ত্বিক কোর্সগুলো অনলাইনে চলবে। তবে স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো যথাযথ স্বাস্থ্যবিধি অব্যাহত থাকবে। একাধিক কক্ষে পরীক্ষা নেয়া যাবে। প্রয়োজনে পরীক্ষার হল বৃদ্ধি ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, “সম্প্রতি বিশ^বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমান করোনাকালীন সঙ্কট বিবেচনা করে বিশ^বিদ্যালয় প্রশাসন অনলাইনে নিয়মিত শ্রেণি কার্যক্রম অব্যাহত রাখার যে সিদ্ধান্ত নিয়েছেন তা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক।”
×