ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ২৩:০৫, ৭ জানুয়ারি ২০২২

উবাচ

ইমেজ সঙ্কটে স্টাফ রিপোর্টার ॥ বিএনপির রাজনীতি নিয়ে সমালোচনা করতে গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশে অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করে দলটি এখন ইমেজ সঙ্কটে। তাই আবার যদি তারা অনাকাক্সিক্ষত কিছু করার চেষ্টা করে তাহলে দেশের মানুষই তাদের কঠোরভাবে মোকাবেলা করবে। বিএনপিকে উদ্দেশ করে শ ম রেজাউল করিম বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে আওয়ামী লীগ বা সরকারকে ভয়ভীতি দেখিয়ে কোন লাভ নেই। কারণ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও আপোস করেননি। তাই, বিএনপি হুমকিধমকি দিয়ে কিছু করতে পারবে না। আদর্শহীন বিএনপির ওপর মানুষের আস্থা নেই। ইসি অসহায়- স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, এ নির্বাচনে ইসিকে খুবই অসহায় মনে হচ্ছে। ইসির ব্যর্থতায় নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এভাবে চলতে থাকলে দেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে। সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে জিএম কাদের বলেন, যে ফলাফল ধরিয়ে দেয়া হয়- নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্ষমতাসীনদের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করছে। এ পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করতে হবে। মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জাতীয় পার্টিকে আরও ত্যাগ স্বীকার করতে হবে। ক্ষমতায় গেলে! স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতারা এখন কথায় কথায় দলের নেতাকর্মীদের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখায়। ক্ষমতায় গেলে এটা করবে, ওটা করবে এমন স্বপ্ন দেখায় তারা। সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না বিএনপি। দলের নেতাকর্মীদের উদ্দেশে দুদু বলেন, আমাদের এখন হতাশ হওয়ার কথা নয়। এখন তো সরকারই হতাশ। কি হতাশার মধ্যে সরকার এবং আওয়ামী লীগ আছেÑ সেটা তারাই জানে। আর জানে বলেই, আগামী দিনে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন সেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না।
×