ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুদের টিকা দেবে ব্রাজিল

প্রকাশিত: ২৩:০৪, ৭ জানুয়ারি ২০২২

শিশুদের টিকা দেবে ব্রাজিল

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা দেয়ার অনুমোদন দিয়েছে। এদিকে ছুটির দিনে ঘোরাফেরা ও ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দেয়ার কারণে দক্ষিণ আমেরিকার জনবহুল এ দেশে করোনা আক্রান্তের হার বাড়ছে। বিশ্বজুড়ে করোনা আক্রান্ত, ২৯ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৮০৬ জন। মৃত্যু ৫৪ লাখ ৮৪ হাজার ৩৯৯ জন। মোট সুস্থ ২৫ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৬৩৮ জন। খবর বিবিসি ও ওয়াল্ডোমিটারর্সের। ব্রাজিলের স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা ফাইজার-বায়োএনটেকের তৈরি শিশু-উপযোগী ডোজ নিরাপদ ও কার্যকর এমন ঘোষণা দেয়ার তিন সপ্তাহ পর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সবুজ সঙ্কেত দেয়া হলো। ব্র্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, ‘শিশুদের টিকা দিতে চাওয়া সকল বাবা-মাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড টিকা দেয়ার নিশ্চয়তা দেবে।’ ব্রাজিলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ চূড়ান্ত অনুমোদন দেয়া হলো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার প্রকাশ করা সর্বশেষ উপাত্ত অনুযায়ী ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ৭৫৯ জন করোনায় সংক্রমিত হয়েছে। গত ৫ অক্টোবরের পর থেকে একদিনে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ। ব্রিটেন ভ্রমণে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা থাকছে না ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনার ওমিক্রন ধরন মোকাবেলায় আগামীতে মারাত্মক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। করোনায় আক্রান্তদের সামাল দেয়ার সক্ষমতা বাড়াতে করোনা পরীক্ষার ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিলের ঘোষণা দিয়েছেন জনসন। টিকা নেয়াদের যুক্তরাজ্যে যাত্রা শুরুর আগে করোনা পরীক্ষার বাধ্যবাধকতা উঠে যাবে। আজ শুক্রবার থেকেই সেই নিয়ম বাতিল হওয়ার কথা।
×