ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় শনাক্ত ১১শ’ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু সাত

প্রকাশিত: ২৩:০১, ৭ জানুয়ারি ২০২২

করোনায় শনাক্ত ১১শ’ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত্যু সাত

স্টাফ রিপোর্টার ॥ এ যেন গাণিতিক হারে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১১শ’ জনের বেশি মানুষ। একই সময়ে মারা গিয়েছে ৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সরকারী ও বেসরকারী ৮৫২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি। এরমধ্যে করোনা পজিটিভ আসে ১ হাজার ১৪০ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৭ জনের। দেশের করোনাপরিস্থিতির আপডেট নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, বৃহস্পতিবার পর্যন্ত দেশে করোনার মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টি। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ আর ২ জন নারী। এ সময় শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। এ সময় দেশে সুস্থ হয়েছেন ১৯৬ জন রোগী। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। অধিদফতর জানায়, সর্বশেষ মৃত ৭ জনের মধ্যে পঞ্চাশোর্ধ ২ জন, ষাটোর্ধ চারজন এবং ১ জন সত্তরোর্ধ। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়।
×