ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় ইউপি নির্বাচনে আ’লীগের ৯ ও বিদ্রোহী ৩ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১৯:০২, ৬ জানুয়ারি ২০২২

ভোলায় ইউপি নির্বাচনে আ’লীগের ৯ ও বিদ্রোহী ৩ চেয়ারম্যান প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৯টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার রাতে সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান নির্বাচনী অনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। পশ্চিম ইলিশা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. জহিরুল ইসলাম নৌকা প্রতীকে ১২ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নুরে আলম হাতপাখা প্রতিকে পেয়েছেন ২হাজার ০৮ ভোট। বাপ্তা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. ইয়ানুর রহমান বিপ্লব নৌকা প্রতিকে ১০ হাজার ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৭৮২ ভোট। ধনিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এমদাদ হোসেন কবির নৌকা প্রতীকে ৮ হাজার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদাউস বাহাদুর আনারস প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট । আলীনগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বশির আহাম্মদ নৌকা প্রতীকে ৭ হাজার ৬৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল মমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৬১ ভোট । চরসামাইয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন মাতাব্বর নৌকা প্রতীকে ৭ হাজার ৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মাও. তরিকুল ইসলাম হাতাপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩০৪ ভোট। উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. লিয়াকত হোসেন মনসুর নৌকা প্রতীকে ১০ হাজার ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১০৭ ভোট। দক্ষিণ দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইফতারুল হাসান স্বপন নৌকা প্রতীকে ১৪ হাজার ৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নওশাদ হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৭৮ ভোট। ভেলুমিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুছ সালাম মাস্টার নৌকা প্রতীকে ৯হাজার ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫হাজার ৪৮৩ ভোট। শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. জসিম উদ্দিন নৌকা প্রতীকে ৮হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচতি হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. শিরাজুল ইসলাম রাকিব চশমা প্রতীকে পেয়েছেন ২৬০ ভোট। রাজাপুর ইউনিয়নে বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়াম্যান প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬হাজার ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনে প্রার্থী ইমাম হোসেন দফাদার পেয়েছেন ৩হাজার ৬১৭ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী মো. মিজানুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩হাজার ২২৫ ভোট। ইলিশা ইউনিয়নে বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন ছোটন আনারস প্রতিকে ৬হাজার ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩হাজার ৫৬০ ভোট ও আওয়ামী লীগ প্রার্থী সোহরাওয়ার্দ্দী মাস্টার নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ২৪৫ ভোট। ভেদুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) মো. মোস্তফা কামাল আনারস প্রতীকে ৪ হাজার ৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ৩হাজার ৬৭৬ ভোট ।
×