ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারিতে ব্রেইন স্টর্মিং কর্মশালা

প্রকাশিত: ০১:৫২, ৬ জানুয়ারি ২০২২

বারিতে ব্রেইন স্টর্মিং কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ডাল জাতীয় ফসলের গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণের লক্ষ্যে ব্রেইন স্টর্মিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে গাজীপুরে বারির সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। বুধবার বারি’র জনসংযোগ কর্মকর্তা মোঃ আল আমিন এ তথ্য জানিয়েছেন। কর্মশালায় বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মোঃ কামরুল হাসান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. রীনা রানী সাহা, পরিচালক (গবেষণা) ড. মোঃ তারিকুল ইসলাম, পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মোঃ মহি উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার গবেষণার মাধ্যমে এই অঞ্চলের জন্য চাষযোগ্য বিশেষত লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ডাল জাতীয় ফসলের জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব প্রদানের আহ্বান জানান। প্রহরীর হাত-পা বেঁধে মার্কেটে চুরি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মার্কেটের পাহারাদারের হাত-পা বেঁধে ডাকাতির স্টাইলে দশটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা মার্কেটে। ওই মার্কেটের ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তরদিক থেকে একটি ট্রাকে আসে সংঘবদ্ধ চোরেরা। এসময় মার্কেটের পাহারাদারের হাত-পা বেঁধে ছয়টি দোকান ও চারটি গোডাউনের তালা ভেঙ্গে তিন লক্ষাধিক টাকা ও মূল্যবান মাল চুরি করে নিয়ে যায়।
×