ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিসিএল ॥ মধ্যাঞ্চলের দরকার আর ১৯২ রান

প্রকাশিত: ০১:৪৮, ৬ জানুয়ারি ২০২২

বিসিএল ॥ মধ্যাঞ্চলের দরকার আর ১৯২ রান

স্পোর্টস রিপোর্টার ॥ নবম বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) লঙ্গার ভার্সনে শিরোপা জিততে ওয়ালটন মধ্যাঞ্চলের আজ ফাইনালের পঞ্চম ও শেষদিন প্রয়োজন আর মাত্র ১৯২ রান। সেজন্য হাতে আছে ৭ উইকেট। বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২১৮ রানের জয়ের লক্ষ্যে বুধবার চতুর্থ দিনশেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা তুলেছে ৩ উইকেটে ২৬ রান। ফর্মে থাকা মোহাম্মদ মিঠুন ৭ ও আব্দুল মজিদ ৫ রানে আউট হয়ে গেছেন। ২ উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। এর আগে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২৬৮ রানে। তৃতীয় দিনের ১ উইকেটে ৪৩ থেকে তারা এক সময় ১৬৩ রানেই ৮ উইকেট হারায়। তবে ৯ নম্বরে নেমে রিশাদ হোসেন ১৩৬ বলে ১০ চার, ৪ ছক্কায় ৯৯ ও নাসুম ৭৩ বলে ৪ চার, ১ ছক্কায় ৪১ রান করলে ভাল একটা লক্ষ্য দিতে পেরেছে তারা। বাঁহাতি পেসার আবু হায়দার রনি নেন ৭৮ রানে ৫ উইকেট।
×