ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব কাঁপিয়ে দেয়া এক জয় টাইগারদের

প্রকাশিত: ০১:৪৬, ৬ জানুয়ারি ২০২২

বিশ্ব কাঁপিয়ে দেয়া এক জয় টাইগারদের

শাকিল আহমেদ মিরাজ ॥ এ্যাশেজে টানা তিন জয়ে ইংলিশদের উড়িয়ে দিয়ে ট্রফি নিশ্চিতের পর অসিরা এখন সিডনি টেস্ট খেলছে। সেঞ্চুরিয়নে উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা-বধের অনন্য নজির স্থাপন করে ভারতের দৃষ্টি জোহানেসবার্গে। অথচ এক লহমায় বিশ^ ক্রিকেটের সব আলো কেড়ে নিল মাউন্ট মঙ্গানুইয়ের এক টেস্ট। যেখানে নিজেদের ক্রিকেট ইতিহাসেই প্রথম কিউইদের মাটিতে উড়ল বাংলাদেশের পতাকা। ২০০০ সালে স্ট্যাটাস পাওয়ার পরের বছরই ২০০১ সালে প্রথম সেখানে টেস্ট সিরিজ খেলে টাইগাররা। যে কোন ফরমেটের ক্রিকেটেই নিউজিল্যান্ডে এটি প্রথম সাফল্য। ২১ বছরে ৩২ ম্যাচ আর ৯ টেস্ট পর এলো এই জয়। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো কী এক অভাবনীয় কা- ঘটিয়ে! নিজেদের মাঠে টানা ১৭ টেস্টে কিউইদের অপ্রতিরোধ্য যাত্রা থামিয়ে। উপমহাদেশের দল হিসেবে নিউজিল্যান্ডে পাকিস্তান সর্বশেষ জিতেছিল ২০১১ সালে, ভারত ২০০৯-এ আর শ্রীলঙ্কা ২০০৬-এ। অতি নাটকীয় বা ফ্লুক নয়, একেবারে ডমিনেট করে খাঁটি টেস্ট মেজাজে এলো মুমিনুল হকদের ৮ উইকেটের এ জয়। বাংলাদেশ কিভাবে কাঁপিয়ে দিল, সেটি বুঝতে নিউজিল্যান্ডের দিকেই তাকাতে হবে। টানা দুটি ওয়ানডে এবং একটি টি২০ বিশ^কাপের ফাইনালে খেলা কিউইরা গত বছর মোড়ল দেশ ভারতকে হারিয়ে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে। অর্থাৎ চ্যাম্পিয়নের মুকুট মাথায় নিয়ে পরের আসরে এটি ছিল তাদের প্রথম সিরিজ, প্রথম ম্যাচ। উড়তে থাকা সেই ব্ল্যাক ক্যাপসদের ক্যালকুলেটিভ ক্রিকেটের ফাঁদে ফেলল বাংলাদেশ, তাও আবার সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানদের মতো তারকাদের ছাড়া। যাদের টেস্ট টেম্পারমেন্ট নিয়ে প্রশ্ন, সেই তারাই জ¦লে উঠলেন, গড়লেন ইতিহাস। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংস সব সময় ফ্যাক্টর। সেখাইে বাজিমাত করেছে মুমিুনল-বাহিনী। কিউইদের ৩২৮ রানের জবাবে ৪৫৮। লিড ১৩০। দারুণ ব্যাটিং করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা তরুণ মাহমুদুল হাসান জয় (৭৮), ট্যালেন্টেড নাজমুল হোসেন শান্ত (৬৪), ক্যাপ্টেন মুমিুনল (৮৮), অনসাং লিটন দাস (৮৬), এবং অবশ্যই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (৪৭)। পরের গল্পটা কেবলই এবাদত হোসেনের। দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট নিউজিল্যান্ড। ১০ উইকেটের ৬টিই নিয়েছেন দীর্ঘদেহী পেসার। প্রথম ইনিংসে ১টিসহ মোট ৭ উইকেট নিয়ে নায়ক বনে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর এ সদস্য। ঐতিহাসিক জয়ে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এবাদতের হাতে। বুধবার শেষ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় ৪০ রান (৪২/২) বাংলাদেশ তুলে নেয় ১৬.৫ ওভারে, ৮ উইকেট হাতে রেখে। চতুর্থ দিন শেষেই ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে টুইট করেছিলেন, লিখেছিলেন ‘ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ।’ জয়ের পর ইংলিশ গ্রেট মাইকেল ভন লিখেছেন, ‘অসাধারণ বাংলাদেশ।’ সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসনের টুইট, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য অবিশ^াস্য মুহূর্ত। দারুণ পারফর্মেন্স।’ ইন্ডিয়ান গ্রেট ভিভিএস লক্ষণের অনুভূতি, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশকে অভিনন্দন। নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস রচনার জন্য তাদের অভিনন্দন। আমি নিশ্চিত এ সাফল্য অনেক দিন অবিস্মরণীয় হয়ে থাকবে।’ শ্রীলঙ্কার বর্তমান টেস্ট অধিনায়ক দিমুথ করুণারতেœসহ বিশে^র অনেক বড় তারকাই মুমিনুলতে অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন। দলীয় ও ব্যক্তিগতভাবে বেশকিছু অর্জনে নাম লিখিয়েছে টাইগাররা। টেস্ট র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচে থাকা কোন দেশকে এই প্রথম তাদেরই মাটিতে হারাল বাংলাদেশ। সেই সঙ্গে উঠে এল র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম এবং দ্বিতীয় আসর মিলিয়ে মুমিনুলদের এটিই প্রথম জয়। ২০০১ থেকে তিন ফরমেট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩৩তম ম্যাচে এটি প্রথম জয়, আর টেস্টে দশম ম্যাচে এসে প্রথম সাফল্য। মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের বিশ^ ক্রিকেটের নজর কেড়ে নেয়ার বড় করণ ম্যাচের প্রতিপক্ষ এবং তাদের ঘরের মাঠ। নিউজিল্যান্ড তাদের মাঠে ২০১৭-র পর প্রথম কোন টেস্ট ম্যাচে হারল। ওই বছর দক্ষিণ আফ্রিকা বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল। এরপর গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে ঘরের মাঠে ১৭ টেস্ট খেলেছে। এর মধ্যে ১৩টিতে তারা জয় পেয়েছে। এরপর এই প্রথম তাদের হারের মুখ দেখতে হলো।
×