ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলায় স্বাস্থ্য বিধির বালাই নেই

প্রকাশিত: ০১:১০, ৬ জানুয়ারি ২০২২

বাণিজ্যমেলায় স্বাস্থ্য বিধির বালাই নেই

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ॥ করোনা পুরোপুরি স্বাভাবিক না হতেই চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এরই মাঝে পূর্বাচলে নবনির্মিত বাণিজ্যমেলার স্থায়ী কমপ্লেক্সে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম আসর। মেলার দৃষ্টিনন্দন স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করলেও প্রবেশপথ ও স্টল নির্মাণ কাজ অব্যাহত থাকায় স্থানে স্থানে অপরিচ্ছন্নতা দেখা গেছে। এছাড়া টয়লেটের মেঝেতে পানি জমে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত এসব টয়লেট ব্যবহার করতে হচ্ছে অনেকটা বাধ্য হয়ে। নাকমুখ চেপে। শুধু তাই নয়, দর্শনার্থীদের মাঝে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এমনকি বিক্রেতারাও মানছে না কোন প্রকার স্বাস্থ্যবিধি। বুধবার সরেজমিনে মেলার স্থায়ী কমপ্লেক্স বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রবেশ পথ থেকে শুরু করে অভ্যন্তরীণ স্টলে দেখা যায় দর্শনার্থীরা মাস্ক ব্যবহার ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন। আবার ভেতরে টয়লেটে গিয়ে দেখা যায়, বেসিনে সাবান, টিস্যু নেই। মেঝেতে পানি পড়ে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। পাশেই পরিচ্ছন্নতা কর্মীরা অলস সময় পার করছে। মেলা প্রাঙ্গণের বাইরের টয়লেটগুলোর অবস্থা আরও খারাপ। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শতাধিক পরিচ্ছন্নতা কর্মী সার্বক্ষণিক নিয়োজিত থাকলেও কোন কাজে আসছে না। মেলায় আসা নরসিংদী সদর এলাকার বাসিন্দা আঃ হাই বলেন, টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী।
×