ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় এ্যাথলেটিক্স

প্রকাশিত: ০১:১০, ৬ জানুয়ারি ২০২২

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বে শেষ হলো জাতীয় এ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার ॥ শেখ কামাল জাতীয় এ্যাথলেটিক্সের পর্দা নামলো বুধবার, ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। তৃতীয় দিনে ১টিসহ ৩ দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ২২ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ১২ ব্রোঞ্জপদক পেয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। সেরা এ্যাথলেট হয়েছেন নৌবাহিনীর আসিফ বিশ্বাস ও একই সংস্থার শামসুন্নাহার রতœা। সেরা সংগঠক ফারুকুল ইসলাম (এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি)। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি এ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। ২০০ মিটার পুরুষ ইভেন্টে নৌবাহিনী রাকিবুল ইসলাম, মহিলাদের একই ইভেন্টে বিকেএসপির সুমাইয়া দেওয়ান স্বর্ণপদক লাভ করেন। ১১ স্বর্ণ, ১৯ রৌপ্য, ১১ ব্রোঞ্জপদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ৩ স্বর্ণ, ১ রৌপ্য, ৫ ব্রোঞ্জপদক নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী তৃতীয় হয়েছে। ৩ হাজার মিটার দৌড় ইভেন্টে নৌবাহিনীর রিংকী বিশ্বাস ১০ মিনিট ২৫.৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন (আগের রেকর্ড ছিল তারই, ২০২১ সালে, ১০ মিনিট ৪৩.৩০ সে.)। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে সেনাবাহিনীর যুক্তরাজ্য বংশোভূত প্রবাসী ইমরানুর রহমান (১০.৫০ সে.), মহিলাদের হাইজাম্পে নৌবাহিনীর উম্মে হাফসা রুমকী (১.৭১ মিটার) নতুন জাতীয় রেকর্ড গড়েন।
×