ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইব না

প্রকাশিত: ২১:৪৩, ৬ জানুয়ারি ২০২২

ক্ষমা চাইব না

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন, তার নির্দেশে পরিচালিত মাদকবিরোধী যুদ্ধে সন্দেহভাজন মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের মৃত্যুর জন্য কখনই তিনি ক্ষমা চাইবেন না। মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া সাপ্তাহিক ভাষণে দুতের্তে বলেন, ‘আমি কখনই ওইসব প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করব না। আমাকে জেলে আটকে রাখুন, মেরে ফেলুন, কিন্তু আমি কখন ক্ষমা চাইব না।’ ফিলিপিন্সের সরকারী হিসাবে, ২০১৬ সালের জুনে দুতের্তে ক্ষমতা নেয়ার পর থেকে ২০২১ সালের নবেম্বর পর্যন্ত পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজন মাদকসেবী ও বিক্রেতার মৃত্যু হয়েছে। -বিবিসি
×