ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের এ.এস.আই. আহত

প্রকাশিত: ১৯:১১, ৯ ডিসেম্বর ২০২১

গাজীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের এ.এস.আই. আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ট্রেনের ধাক্কায় পুলিশের এক এ.এস.আই. আহত হয়েছেন। বৃহষ্পতিবার সকালে জয়দেবপুর রেলক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। তার নাম- মোঃ শাহজাহান আলী (৩৮)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন। জিএমপি’র সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার সকালে জেলা শহরের মুক্তমঞ্চ হতে জয়দেবপুর রেলক্রসিং হয়ে ভাওয়াল রাজবাড়ি রোডে ডিউটি করছিলেন এএসআই মোঃ শাহজাহান আলী। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ওই রেলক্রসিং এলাকায় সড়কের ও রেললাইনের উপর থেকে ভ্রাম্যমাণ দোকান ও হকার উচ্ছেদ করছিলেন। এসময় টাঙ্গাইল থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি মাথা ও মুখমন্ডলের ডান পাশে আঘাত পেয়ে আহত হন এবং মাটিতে পড়ে যান। সহকর্মীরা গুরুতর আহত শাহজাহানকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তিনি আশংকামুক্ত বলে চিকিৎসকগণ জানিয়েছেন। রেলওয়ের জয়দেবপুর ষ্টেশনের স্টেশন মাষ্টার রেজাউল ইসলাম জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর ষ্টেশনের প্রবেশ করে। নির্ধারিত সময় পর ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
×