ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

প্রকাশিত: ১৯:০৭, ৯ ডিসেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ আয়রণ ও পুষ্টি সমৃদ্ধ জিংক ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৫ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশি জাতের ব্রি-৭৪ ও ব্রি-৮৪ ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি’র কার্যালয় চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মারুফ হোসেন। ওয়ার্ল্ড ভিশন’র এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক এস, এম জসিম, সংস্থার প্রোগ্রাম অফিসার ব্যাটেল সরকার, ভিডিসির সভাপতি আমিনুল ইসলাম ও বিউটি মাধকসহ আরো অনেকে। অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, জিংক ধানের অনেক গুনাবলির মধ্যে অন্যতম হলো এর মাঝে থাকা জিংক ও আয়রণ শিশু ও গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে কার্যকর। নিয়মিত এই ধানের ভাত খেলে শিশু পুষ্টিহীনতা থেকে রক্ষা পাবে এবং সকল বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএডিসি ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে কৃষকদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ সরবরাহ করছে। এর ফলে কৃষক তার জমিতে থেকে পর্যাপ্ত পরিমাণ জিংক ধান উৎপাদন করতে পারছেন। এই ধান আবাদ করে প্রান্তিক কৃষকদের পরিবার যেমন উপকৃত হবে তেমনি আগামী প্রজন্ম বেড়ে উঠবে সুন্দর ও সুস্থ ভাবে। এ ধান আবাদের জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
×