ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতিবাজদের সামাজিক-রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে : প্রধান বিচারপতি

প্রকাশিত: ১৮:০১, ৯ ডিসেম্বর ২০২১

দুর্নীতিবাজদের সামাজিক-রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে : প্রধান বিচারপতি

অনলাইন রিপোর্টার ॥ দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিবাজদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা যেন মামলা থেকে পরিত্রাণ না পায়, সেই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ রাখতে দুদক কর্মকর্তাদেরও তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে দুদকের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, তদন্তকারী কর্মকর্তার দক্ষতা বাড়ানো জরুরি, যেন আসল অপরাধী ছাড় না পায়। পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যেন সমস্যায় না পড়ে। প্রসিকিউশন টিমকে আরও দায়িত্ববান করতে হবে। কমিশনের হাত শক্তিশালী করতে সুশীল সমাজকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান বিচারপতি। এ বিষয়ে দুদককে কিছু দিক নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। তবে, দুদক যেন এর অপব্যবহার না করে সে বিষয়েও তাগিদ দেন তিনি।
×