ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ

প্রকাশিত: ০১:৩০, ৯ ডিসেম্বর ২০২১

নয়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানিতে দীর্ঘ ১৬ বছর পর এ্যাঞ্জেলা মেরকেল যুগের অবসান হলো। নতুন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিয়েছেন সামাজিক গণতন্ত্রী দলের নেতা ওলাফ শলৎজ। বার্লিনের পার্লামেন্ট ভবন বুন্ডেশটাগে ৭৩৬ জন সাংসদের মধ্যে ৭০৭ জন ভোট দেন। ওলাফ পান ৩৯৫ ভোট। নবম চ্যান্সেলর হতে তার প্রয়োজন ছিল ৩৬৯ ভোট। নতুন স্পীকার বারবেল বাসের স্বাগত বক্তব্যের পর বুধবার সকালে পার্লামেন্ট অধিবেশনে চ্যান্সেলর নির্বাচন সম্পন্ন হয়। দেড় ঘণ্টার অধিবেশন শেষে নবনির্বাচিত চ্যান্সেলর ওলাফ শলৎজ বেলভিউ প্যালেসে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করেন। সেখানে নতুন চ্যান্সেলর হিসেবে তার নির্বাচিত হওয়া ও নতুন সরকারে ১৬ জন মন্ত্রী নিয়োগে প্রেসিডেন্টের সম্মতি নেন তিনি। এরপর বিকেলের পার্লামেন্ট অধিবেশনে মন্ত্রীরা শপথ নেন। জার্মানিতে জোট বেঁধে সরকার গঠনের রেওয়াজ দীর্ঘদিনের। কিন্তু এই প্রথম সামাজিক গণতান্ত্রিক দল, পরিবেশবাদী সবুজ দল ও লিবারেল গণতান্ত্রিক দল একসঙ্গে জোট বাঁধে। দেশটিতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রঙের প্রতীক রয়েছে।–বিবিসি
×