ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাওয়াদের প্রভাবে ডেঙ্গু বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদফতরের

প্রকাশিত: ০১:২৬, ৯ ডিসেম্বর ২০২১

জাওয়াদের প্রভাবে ডেঙ্গু বাড়ার আশঙ্কা স্বাস্থ্য অধিদফতরের

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টি ডেঙ্গু মশার প্রজনন বাড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে স্বাস্থ্য অধিদফতর। এতে করে ডেঙ্গু মশা বাড়ারও আশঙ্কা করছে অধিদফতর। বুধবার দুপুরে সারাদেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই আশঙ্কার কথা জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম। তিনি বলেন, নিম্নচাপের কারণে সারাদেশে গত কয়েকদিনে বিভিন্ন জায়গায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির পানি যেন কোথাও জমে না থাকে। ফুলের টব থেকে শুরু করে যে সব জায়গায় পানি জমে থাকে, সেগুলো যদি আমরা পরিষ্কার করে ফেলি তাহলে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। একইসঙ্গে ডেঙ্গু রোগের যে ঝুঁকি, সেটা থেকে মুক্ত থাকা যাবে।
×