ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ০০:০৩, ৯ ডিসেম্বর ২০২১

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১। কোন টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে? ক) রিং খ) বাস গ) ট্রি ঘ) মেশ উত্তর : ক) রিং ২। Wi-Fi এর পূর্ণরূপ কোনটি? ক) World Fidelity খ) Web Fidelity গ) Wireless Fidelity ঘ) Wireless File. উত্তর : গ) Wireless Fidelity ৩। মডেম কী? ক) একটি নেটওয়ার্ক খ) একটি নেটওয়ার্ক যন্ত্র গ) ইন্টারনেট ঘ) মাল্টিমিডিয়া উত্তর : খ) একটি নেটওয়ার্ক যন্ত্র ৪। ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠানই কোনটি ব্যবহার করে? ক) রিপিটার খ) রাউটার গ) হাব ঘ) ব্রিজ উত্তর : গ) হাব ৫। বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কীসে? ক) বইয়ে খ) ডাটাবেজে গ) কাগজে ঘ) পোস্টারে উত্তর : খ) ডাটাবেজে ৬। সার্ভার কী? ক) শক্তিশালী কম্পিউটার খ) ক্লায়েন্ট গ) ইউজার ঘ) মিডিয়া উত্তর : খ) ক্লায়েন্ট ৭. কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো রিসোর্স- ক) নেয়া খ) দেয়া গ) ভাগাভাগি করা ঘ) বাণিজ্য করা উত্তর : গ) ভাগাভাগি করা ৮. ফেসবুক কী? ক) সামাজিক নেটওয়ার্ক খ) ধর্মীয় নেটওয়ার্ক গ) রাজনৈতিক নেটওয়ার্ক ঘ) অর্থনৈতিক নেটওয়ার্ক উত্তর : ক) সামাজিক নেটওয়ার্ক ৯. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? ক) বিং খ) গুগল গ) ইয়াহু ঘ) পিপীলিকা উত্তর : ঘ) পিপীলিকা ১০. রাউটারের প্রধান কাজ কী? ক) ডেটা সংরক্ষণ করা খ) ইন্টারনেটের গতি আনা গ) তথ্য প্রযুক্তির ভাষা বুঝতে পারা ঘ) উপাত্তকে পথ নির্দেশনা দেয়া উত্তর : ঘ) উপাত্তকে পথ নির্দেশনা দেয়া ১১. DSL এর পূর্ণরূপ কী? ক) Digital Service Line খ) Digital System Line গ) Digital Subscribers Line ঘ) Digital Sequential Line. উত্তর : গ) Digital Subscribers Line ১২. অপটিক্যাল ফাইবার কী? ক. একটি মডেম খ) অত্যন্ত সরু এক ধরণের কাঁচের তন্তু গ) রাউটার ঘ) কম্পিউটার উত্তর : খ) অত্যন্ত সরু এক ধরণের কাঁচের তন্তু ১৩। কম্পিউটার নেটওয়ার্কের জন্যে ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি উত্তর : খ) ২টি ১৪। কোন টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারটির সাথে যুক্ত হয়? ক) রিং খ) বাস গ) ট্রি ঘ) মেশ উত্তর : ক) রিং ১৫। ই-মেইল সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান হলো- র) যড়ঃসধরষ রর) ভধপবনড়ড়শ ররর) মসধরষ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) র ও ররর ১৬। স্যাটেলাইটে সিগন্যাল পাঠানোর জন্য কী প্রয়োজন হয়? ক) এন্টেনা খ) টেলিফোন গ) মোবাইল ফোন ঘ) রেডিও লিংক উত্তর : ক) এন্টেনা রচনামূলক প্রশ্নোত্তর: প্রশ্ন: ১। কম্পিউটার নেটওয়ার্ক বলিতে কি বুঝ? উত্তর : দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোন মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত দেয়া-নেয়া করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলি। কম্পিউটারের নেটওয়ার্কে যখন তথ্য আদান-প্রদান হয় তখন অনেক বড় কাজ হয়। একজন ব্যবহারকারী নেটওয়ার্কের অনেক কিছু ব্যবহার করতে পারে। এমনকি যে রিসোর্স তার কাছে নেই, সেটিও সে নেটওয়ার্কে থেকে ব্যবহার করতে পারে। প্রশ্ন: ২। হাব ও সুইচের মধ্যে পার্থক্য লেখো। উত্তর : হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিম্নরূপ:
×