ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা (দ্বিতীয় পত্র) (ধ্বনি ও বর্ণ) নাসরিন হক

সপ্তম শ্রেণির লেখাপড়া

প্রকাশিত: ২৩:৫৮, ৯ ডিসেম্বর ২০২১

সপ্তম শ্রেণির লেখাপড়া

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহু নির্বাচনি প্রশ্নোত্তর : ১। ভাষার ক্ষুদ্রতম একক কী? ক) শব্দ খ) ধ্বনি গ) বাক্য ঘ) অর্থ উত্তর : খ) ধ্বনি ২। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি? ক) কণ্ঠ খ) শ্বাসনালী গ) ফুসফুস ঘ) জিহ্বা উত্তর : গ) ফুসফুস ৩। বাংলা ভাষায় স্বরবর্ণের সংখ্যা কয়টি? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি উত্তর : খ) ১১টি ৪। ভাষাকে বিশ্লেষণ করলে কয়টি মৌলিক উপাদান পাওয়া যায়? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি উত্তর : গ) চারটি ৫। স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর : ক) দুই ৬। এ, ঐ - স্বরধ¦নি দুটির উচ্চারণের স্থান কোনটি? ক) কণ্ঠ খ) তালু গ) কণ্ঠ ও তাল ঘ) ওষ্ঠ উত্তর: গ) কণ্ঠ ও তালু ৭। উচ্চারণের বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ¦নিকে প্রধানত: কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ উত্তর : খ) তিন ৮। স্পর্শ ধ¦নি কয়টি? ক) পঁচিশটি খ) বিশটি গ) উনচল্লিশটি ঘ) ঊনপঞ্চাশটি উত্তর: ক) পঁচিশটি ৯। হ, য, র, ল - এ ধ্বনিগুলোকে কি ধ¦নি বলে? ক) স্পর্শ ধ¦নি খ) শিসধ¦নি গ) অন্ত:স্থ ধ¦নি ঘ) বর্গীয় ধ¦নি উত্তর : গ) অন্ত:স্থ ধ¦নি ১০। ত, থ, দ, ধ, ন - ধ¦নিগুলো কোন বর্গের ধ্বনি? ক) ক বর্গীয় খ) চ বর্গীয় গ) ত বর্গীয় ঘ) ট বর্গীয় উত্তর : গ) ত বর্গীয় ১১। প, ফ, ব, ভ, ম - এই ধ্বনিগুলোর উচ্চারণের স্থান কোনটি? ক) ওষ্ঠ খ) দন্ত গ) কণ্ঠ ঘ) তালব্য উত্তর : ক) ওষ্ঠ ১২। যে সব ধ্বনির উচ্চারণের স্থান তালুর অগ্রভাগ সে সব ধ্বনিকে কি বলে? ক) কণ্ঠধ্বনি খ) মূর্ধন্য ধ্বনি গ) ওষ্ঠ ধ্বনি ঘ) দন্তধ্বনি উত্তর : খ) মূর্ধন্য ধ্বনি ১৩। ঙ, ঞ, ণ, ন, ম - এই ধ্বনিকে কি ধ্বনি বলে? ক) কণ্ঠ ধ্বনি খ) তালব্য ধ্বনি গ) নাসিক্য ধ্বনি ঘ) সৃষ্ট ধ্বনি উত্তর : গ) নাসিক্য ধ্বনি ১৪। নিচের কোনটি পরাশ্রয়ী ধ্বনি? ক) জ খ) ঃ গ) ঞ ঘ) হ উত্তর : খ) ঃ
×