ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দূরবীনের ১৭ বছর

প্রকাশিত: ২৩:৫৩, ৯ ডিসেম্বর ২০২১

দূরবীনের ১৭ বছর

আনন্দকণ্ঠ রিপোর্ট ১৭ বছর পার করছে জনপ্রিয় ব্যান্ড দূরবীন। ২০০৪ সালের ১২ ডিসেম্বর সাব্বির, নয়ন ও জাহিদকে নিয়ে শহীদ দূরবীন ব্যান্ড শুরু করেন। তবে তারও দুই বছর আগে শহীদ তার কয়েকজন বন্ধুকে নিয়ে প্রথম এটির যাত্রা করেন অনানুষ্ঠানিকভাবে। বর্তমানে এ ব্যান্ডের লাইনআপে আছেন ভোকাল-কাজী শুভ, ভোকাল-আইয়ুব শাহরিয়ার, ড্রাম-শাহরিয়ার জামান, গিটার-জয়/হৃদয়, বেজ গিটার-শাওন ও ব্যান্ডের প্রধান-ভোকাল শহীদ। ২০০৬ সালে ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে ‘দূরবীন’ প্রকাশ করে প্রথম এ্যালবাম ‘দূরবীন’। এরপর দূরবীন ২.০১ (২০০৮) ও দূরবীন ৩.০১ (২০১১) এ্যালবামগুলো দিয়ে শ্রোতাদের মধ্যে ব্যান্ডটি বেশ জনপ্রিয়তা পায়। শুরুর দিকের কথা বলতে গিয়ে শহীদ জানান, একটা ব্যান্ডের জার্নি খুব সহজ না। প্রথমে কয়েকজন বন্ধুকে নিয়ে আমি যাত্রা শুরু করি। এরপর রদ-বদল হয়। শুরু হয় আনুষ্ঠানিক যাত্রা। ২০০৮ সালে আবার নতুন সদস্য যোগ হয় ব্যান্ডে। দূরবীন ২.০১ এ্যালবামটি করার সময় থেকে আমাদের সঙ্গে যোগ দেয় আরেফিন রুমি। সেই সময় এই এ্যালামে আমার কয়েকটি গানে সে হামিং দেয়। এরপরের এ্যালবামগুলোতে সে পুরোপুরিভাবে জড়িয়ে পড়ে। ২০১২ সাল পর্যন্ত আমরা একসঙ্গে কাজ করি। পরবর্তীতে রুমি সলো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অনেকে ভাবেন রুমিকে দূরবীন থেকে বাদ দেয়া হয়েছে। আসলে এটি ঠিক না। এরমধ্যে শহীদ জানালেন তার ব্যান্ডের নতুন কার্যক্রমের কথা। ১২ ডিসেম্বর নতুন গান প্রকাশ করবেন। ‘দিও খবর’ শিরোনামের গানটি লিখেছে নাহিদ হাসান। সুর করেছেন শহীদ নিজেই। সঙ্গীতায়োজনে দূরবীন ব্যান্ড। এছাড়া প্রতি মাসে একটি করে গান প্রকাশ করারও সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি। এদিকে একে একে প্রকাশ করার জন্য ১২টি গানের কাজ শেষ করা হয়েছে। একটা সময় ব্যান্ডের দারুণ জোয়ার ছিল। কিন্তু শ্রোতাদের মধ্যে এখন সেই আগ্রহ দেখা যায় না ব্যান্ডের প্রতি। কেন এমনটা তৈরি হয়েছে? শহীদ বলেন, আইয়ুব বাচ্চু, জেমস, হাসান পরবর্তী যেসব ব্যান্ডগুলো এসেছে তারা শ্রোতাদের ক্ষুধা মেটাতে পারেনি। এক কথায় শ্রোতারা যা চায় সেটি দিতে পারেনি নতুন ব্যান্ডগুলো। এর কারণ হলো মেটাল ও মেলোডির সংঘর্ষ। কোন ব্যান্ড বলে তারা মেটাল করে। আবার কেউ বলে তারা মেলোডি। এই দুয়ের দ্বন্দ্বে ব্যান্ড দলগুলোও পারস্পরিক সুসম্পর্ক হারায়। ক্রমান্বয়ে ব্যান্ডের খারাপ অবস্থা তৈরি হয়। এছাড়াও আরও কিছু কারণ আছে। যার কারণে একটা সময় শ্রোতারা সলো শিল্পীদের দিকে ঝুঁকে পড়ে।
×