ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনার পরেও ভাল কাজ হচ্ছে

প্রকাশিত: ২৩:৫২, ৯ ডিসেম্বর ২০২১

করোনার পরেও ভাল কাজ হচ্ছে

মাঝে অভিনয়ে নিয়মিত ছিলেন না। এখন কি নিয়মিত কাজ করছেন? আমি আসলে অভিনয়ে কখনও অনিয়মিত ছিলাম না। তবে করোনার প্রভাব যখন খুব বেশি ছিল তখন বেশি কাজ করিনি। তাই বলে অভিনয়ে অনিয়মিত এটা বলা ঠিক হবে না। করোনায় সারা বিশ্ব থমকে গিয়েছেল। আমিও সেটি থেকে বাদ পড়িনি। এখন সব কিছু স্বাভাবিক আছে। আমিও ঠিক মতো মতো কাজ করছি। নতুন একটি ওয়েব সিরিজে কাজ করছেন। ওটিটির কাজের খবর কী? খুব শিগগির এটির শূটিং শুরু করব। ছয় পর্বের এই ওয়েব সিরিজটির নির্মাতা কৌশিক শংকার দাস। এর বাইরে প্রায় সময় ওটিটির কাজের জন্য প্রস্তাব পাচ্ছি। নতুন কাজের বিষয়ে কথা হচ্ছে। এখন সময়ের ওপর নির্ভর করবে কোনটি করব কোনটি করবা না। নতুন কোন্ সিনেমায় কাজ করছেন? খিজির হায়াত খানের ‘ওরা সাতজন’ সিনেমা এখন হাতে আছে। এটি মুক্তিযুদ্ধের ছবি। সে সময়ের বা মুক্তিযুদ্ধের গল্প আমরা সাধারাণত যেভাবে দেখেছি এটিও সেই আবহের। তবে এটাতে আলাদা একটা জার্নি আছে। চরিত্রগুলোতে সে সময়ের মানসিক অবস্থা, যুদ্ধকালীন অবস্থা ও তাদের রেসপন্সবলিটি কেমন ছিল তা নির্মাতা তুলে ধরছেন। আপনার অভিনীত ও অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পাচ্ছে? এ কাজটি নিয়ে কথা বলতে চাই না। কেন কথা বলতে চাই না সেটারও কোন কারণ জানানোর প্রয়োজন নেই। নাটক-সিনেমা দুই অঙ্গনের অনেক শিল্পী দাবি করেন এখন ভাল কাজের অভাব। আপনার মন্তব্য কী? সবাই তো কাজ নিয়েই ব্যস্ত আছে। তবে যে যার পয়েন্ট থেকে বলতে পারবে তার কাছে কোন্টা ভাল। কিন্তু আমি দেখছি করোনার পরেও আমাদের ভাল কাজ হচ্ছে। এরমধ্যে বেশ কিছু ভাল ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে। শুনলাম নাটকের বাজেটও আগের থেকে বেড়েছে। নিজের সম্পর্কে নেতিবাচক ভাবে কোন্ কথাটি বেশি শোনেন? আমার কমিউনিকেশন খারাপ এ কথাটি আমাকে বন্ধুদের কাছ থেকে বেশি শুনতে হয়। আমি নাকি ফোন ধরি না। ফোন ধরার বিষয়টি নির্ভর করে আমার মুডের ওপর। তবে আমার বন্ধুরা সেটিকে স্বাভাবিকভাবে নেয়। আপনার সংসার জীবন কেমন চলছে? এটা নিয়েও বলতে আমি আগ্রহী না। বলার জন্য এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আমি মনে করি আমার ভক্তরা ততটুকু জানতে চায় যতটুকু আমি জানাব। ভক্তদের প্রতি আমার সেই আস্থা আছে। এছাড়া দর্শকের সঙ্গে আমার সম্পর্ক কাজ দিয়ে। শিল্পী হিসেবে নিজেকে মূলায়ন কিভাবে করবেন? সংখ্যা দিয়ে শিল্পী টিকে না। যদি কখনও শিল্পী হতে পারি তবে অবশ্যই টিকে থাকব। তখন কাজ দিয়েই আমার পরিচয় হবে। আমি ভাল কাজ দিয়েই এগিয়ে যেতে চাই।
×